.
রোস্টন চেইসের দারুণ ব্যাটিংয়ে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। পাপুয়া নিউগিনিকে ৫ উইকেটে হারাল রোভম্যান পাওয়েলের দল। রবিবার গায়ানায় আসরের দ্বিতীয় ম্যাচে সিসি বাউর (৪৩ বলে ৫০) ফিফটি ও কিপলিন দরিগার ব্যাটে (১৮ বলে অপরাজিত ২৭) ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানের স্কোর গড়ে পিএনজি। জবাবে ১ ওভার বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ (১৩৭/৫)। ২৭ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪২ রানের সময়োপযোগী ইনিংস খেলে ম্যাচসেরা চেইস।
ডালাসে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠলেও গায়ানায় উইন্ডিজ-পিএনজি ম্যাচের আগে হয় উদ্বোধনী অনুষ্ঠান। তাতে অবশ্য স্মোক গান, নৃত্য, রঙিন ধোঁয়া আর ব্যান্ড ছাড়া তেমন কিছু ছিল না!
ক্রিকেটের ছোট দেশ পিএনজির বিপক্ষে ১৩৭ রান করতে কিছুটা ঝামেলায়ই পড়ে গিয়েছিল দুইবারের সাবেক চ্যাম্পিয়নরা। একপর্যায়ে ৯৭ রান তুলতে ৪ উইকেট হারিয়ে বসে ক্যারিবীয়রা। তবে, একপ্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন সিসি বাউ। ৪২ বলে ফিফটি তুলে নেন। ১৪ বলে ১২ রান করে তাকে সঙ্গ দেন চার্লেস আমিনি। তবে ফিফটির পর টিকতে পারেননি বাউ। আলজারি জোসেফের বলে বোল্ড আউট হন এই বাঁহাতি ব্যাটার। শেষ দিকে চাঁদ সোপের ৯ বলে ১০ রান এবং শূন্য রান করে আলেই নিও আউট হলেও কিপলিন দরিগার ১৮ বলে অপরাজিত ২৭ রানে ভর করে লড়াকু পুঁজি পায় পিএনজি। উন্ডিজের হয়ে রাসেল এবং জোসেফ ২টি করে উইকেট নেন। এ ছাড়া গুদাকেশ মোতি, আকিল হোসেইন এবং রোমারিও শেফার্ড নেন ১টি করে উইকেট।