ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত: ২০:১২, ১৫ মে ২০২৪

সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

৩৫ বালক-বালিকা নিয়ে টাঙ্গাইলে চলছে সাঁতার প্রশিক্ষণ

টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে অনুর্ধ-১৬ বালক এবং বালিকাদের সাঁতার প্রশিক্ষণ। আজ বুধবার মাসব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মাদ আলী, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি . হাসান ফিরোজ, দাইন্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিরুল ইসলাম খান।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিস। সদর উপজেলার চারটি স্কুল থেকে ২৫ বালক এবং ১০ বালিকা নিয়ে মাসব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন সাবেক জাতীয় সাঁতার কোচ মো. সোলাইমান। প্রশিক্ষণের বিষয়ে টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল-আমিন জানান, জাতীয় মানের খেলোয়াড় তৈরির লক্ষ্যে প্রায় এক বছর যাবৎ জেলা ক্রীড়া অফিস থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে টাঙ্গাইলে কোন সুইমিং পুল না থাকায় উন্নত প্রশিক্ষণ সম্ভব হচ্ছে না। টাঙ্গাইল জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সুদৃষ্টির কারণে বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ের পুকুরে সাম্প্রতিক সময়ে দুই ওয়াল নির্মাণ করা হয়েছে। যার মাধ্যমে খেলোয়াড়রা ৫০ মিটার প্রশিক্ষণের জন্য ড্রাইভ এবং রিটার্নের অনুশীলন করতে পারবে। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, প্রশিক্ষণে সম্ভাবনাময় কিছু খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি। উন্নত প্রশিক্ষণের পাশাপাশি চেঞ্জিং রুম তৈরির বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দেন। এছাড়াও পুকুরের চারপাশে পাড় বাঁধাইয়ের জন্য বিশেষ প্রকল্পের পরিকল্পনার কথা জানান তিনি।

 

রুমেল খান

×