ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলকে গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

প্রকাশিত: ২১:৪০, ২ এপ্রিল ২০২৪; আপডেট: ২২:০২, ২ এপ্রিল ২০২৪

বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলকে গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

দুই দলেন অধিনায়ক। 

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আমন্ত্রণে আগামীকাল বুধবার (৩ এপ্রিল) দুপুরে গণভবন যাচ্ছেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দলের ক্রিকেটাররা। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম নাদেল বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। বাংলাদেশ সফরে এসে দারুণ সময় কাটছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও জিতেছে অজিরা। আজ মঙ্গলবার এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে। 

গত ১৭ মার্চ ঢাকায় পা রাখে অ্যালিসা হিলির দল। ২১ মার্চ থেকে শুরু হয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আইসিসি ওইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজে বাংলাদেশ ধবল-ধোলাই হয়েছে।  এরপর এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজও ২-০ ব্যবধানে জিতে নিয়েছে অজিরা। 

মাঠের খেলায় অস্ট্রেলিয়ার সঙ্গে কোনওভাবেই সুবিধা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। তবে সম্পর্কের দিক থেকে এগিয়ে থাকলো। বন্ধুত্বের জায়গা থেকে অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলিকে ঢাকাইয়া জামদানি শাড়ি উপহার দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। 

 

এম হাসান

×