ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের রাগবি প্রতিযোগিতা

প্রকাশিত: ২০:১০, ২৩ মার্চ ২০২৪

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের রাগবি প্রতিযোগিতা

বিশেষ চাহিদাসম্পন্ন বাচ্চাদের নিয়ে একটি রাগবি প্রতিযোগিতা আয়োজিত হবে

সুইড বাংলাদেশের (সেবাব্রতি পূন্য তীর্থ) আয়োজনে এবং বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহযোগিতায় রাগবি প্রতিযোগিতার সামনে রেখে, বিশেষ চাহিদাসম্পন্ন বাচ্চাদের নিয়ে প্রাথমিকভাবে রাগবি অনুশীলন শুরু হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে নিয়ে একটি রাগবি প্রতিযোগিতা আয়োজিত হবে।

এখানে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের মহাসচিব মাহাবুবুল মুনির, মেন্টর জওহেরুল ইসলাম মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকর্তা ইকবাল হোসেন হিমেল। 

আরো উপস্থিত ছিলেন সুইড ল্যাবরেটরি মডেল স্কুলের প্রধান শিক্ষক সিম্মি সামাদ, সুইড ভোকেশনাল ট্রেনিং স্কুলের প্রধান শিক্ষক মাসুদা খানম কনা, সহকারি শিক্ষক শাহাদাত হোসেন সোহেল তালহা এবং বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, সদস্য রাকিব, রাগবি ডেভেলপমেন্ট অফিসার আশিক। 
 

রুমেল খান 

×