ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

আয়ারল্যান্ডের ঐতিহাসিক জয়

​​​​​​​স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:১৮, ১ মার্চ ২০২৪

আয়ারল্যান্ডের ঐতিহাসিক জয়

.

আবুধাবি টেস্টে আফগানিস্তানকে উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ড। নিজেদের টেস্ট ইতিহাসে আইরিশদের এটি প্রথম জয়। শুক্রবার তৃতীয় দিন ১১১ রানের লক্ষ্য তাড়ায় ১৩ রানে ৩৯ রানে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে আয়ারল্যান্ড। এক প্রান্ত আগলে রেখে দলকে কাক্সিক্ষত ঠিকানায় নিয়ে যান অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। ৯৬ বলে চারে ৫৮ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন এই ওপেনার। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৭২ রানের জুটি গড়েন দুজনে।

প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ২৬৩। আফগানিস্তান অলআউট হয় ১৫৫ ২১৮ রানে। মূলত ব্যাটিং ব্যর্থতাই দলটিকে ডুবিযেছে। ২০১৮ সালে টেস্ট স্ট্যাটাস পায় আয়ারল্যান্ড। টেস্ট ক্রিকেটে পথচলা শুরুর প্রায় ছয় বছর পর, অষ্টম ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল আয়ারল্যান্ড। এর আগে নিজেদের প্রথম সাত টেস্টেই তারা হেরেছিল। স্মরণীয় জয়ে বড় অবদান পেসার মার্ক অ্যাডেয়ারের প্রথম ইনিংসে দ্বিতীয় ইনিংসে উইকেট নেন তিনি। ছাড়া প্রথম ইনিংসে কার্টিস ক্যাম্ফার আর পল স্টারলিং ভালো ব্যাটিং করেন। উপহার দেন যথাক্রমে ৪৯ ৫২ রান। বিফলে যায় আফগানদের দুই ফিফটি। প্রথম ইনিংসে ৫৩ রান করেন ওপেনার ইব্রাহিম জাদরান। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি করেন ৫৫ রান।

×