সম্মাননা পেয়েছেন তিন রাগবি সংগঠক রতন, হায়দার ও শাহীনুল
রাগবি ফেডারেশন কর্তৃক রাগবির সেরা সংগঠক সম্মামনা প্রদান করা হয়েছে। বাংলাদেশে রাগবি খেলায় বিশেষ অবদান রাখা, বিশেষ করে ঢাকার বাইরের জেলায় রাগবি প্রচার ও প্রসার করার জন্য ও ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে রাগবির সাংগঠনিক কর্মকান্ডে ভুমিকা রাখায় বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন কর্তৃক ২০২১-২০২৩-এ তিন ক্রীড়া সংঠককে সম্মননা প্রদান করেছে।
তারা হলেন : ২০২১ সালে রাজশাহী শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ রতন কুমার সরকার, ২০২২ সালে রাজশাহী সরকারী মডেল স্কুল এ্যান্ড কলেজের শারীরিক শিক্ষক আবু বকর হায়দার এবং ২০২৩ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলা রাগবি ক্লাবের সাধারণ সম্পাদক একেএম শাহীনুল ইসলাম।
রুমেল খান