ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চোখের চিকিৎসায় লন্ডনে যাচ্ছেন সাকিব

প্রকাশিত: ১৬:২৮, ১৪ জানুয়ারি ২০২৪

চোখের চিকিৎসায় লন্ডনে যাচ্ছেন সাকিব

সাকিব আল হাসান। 

চোখের সমস্যা নিয়ে কয়েক দিন ধরে ভুগছেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এবার বিশেষজ্ঞ পরামর্শ নিতে যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন তিনি।

বাংরাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের এক সদস্য জানিয়েছেন এই খবর। চোখের সমস্যা নিয়ে সম্প্রতি ঢাকাতেও চিকিৎসা করান এই অলরাউন্ডার।

রবিবার তার চোখে একটি রুটিন পরীক্ষা করানো হয় বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, আসলে একটা রুটিন পরীক্ষা করা হয়েছে। যেহেতু বিপিএল সামনে, অনেক দিন সে ব্যস্ত থাকবে। তার আগে সতর্কতামূলক একটা পরীক্ষা করানো হয়।

চোখের সমস্যাটা বিস্তারিত নয় বললেও তিনি জানিয়েছেন, এই সমস্যা মাঠের খেলায় কোন সমস্যা নেই।

 

 এসআর

সম্পর্কিত বিষয়:

×