ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ভারতের লিগে খেলতে যাচ্ছেন সাবিনা

প্রকাশিত: ২১:৪২, ১১ জানুয়ারি ২০২৪

ভারতের লিগে খেলতে যাচ্ছেন সাবিনা

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন

ভারতের নারী ফুটবল লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো পার্শ্ববর্তী দেশটিতে খেলার আমন্ত্রন পেয়েছেন টাইগ্রেস দলনেত্রী। তিন মাসের চুক্তিতে কর্নাটকের কিকস্টার্ট ক্লাব এফসির হয়ে খেলবেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

২০১৮ সালে সেথু এফসির হয়ে প্রথমবার ভারতীয় ক্লাবে খেলেন সাবিনা খাতুন। দীর্ঘ ৬ বছরের ব্যবধানে আবারও দেশটিতে ফুটবল পায়ে মাতাতে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। ভারতীয় লিগে সুযোগ পেলেও সাবিনার সামনে বাধা হিসেবে দেখা দিতে পারে দ্রুত ভিসা প্রাপ্তি।

সাবিনা খাতুন বলেন, ‘তারা আমাকে ৩ মাসের চুক্তিতে দলে নিতে চেয়েছে। গতকালই বাফুফের অনুমতি নিয়ে ভারতীয় ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি। আগামী ১৭ জানুয়ারি সেথু এফসির বিপক্ষে পরবর্তী ম্যাচে আমাকে দলে চায় কিকস্টার্ট। ভিসার ওপর নির্ভর করছে ক্লাবটির সঙ্গে চুক্তি।’

২০১৮ সালে সেথু এফসির হয়ে ৭ ম্যাচে ৬ গোল করেছিলেন সাবিনা খাতুন। ভারত ছাড়াও মালদ্বীপের নারী ফুটবল লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ অধিনায়কের। তবে এবার সেই সেথু এফসির বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবেন টাইগ্রেস তারকা। সাবিনাদের দলে বিদেশি কোটায় বাকি দুজন হলেন নেপালিজ ফুটবলার প্রীতি রাই ও দিপা শাহী।

 

এস

সম্পর্কিত বিষয়:

×