ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

বাংলাদেশের মেয়েদের স্মরণীয় জয় দক্ষিণ আফ্রিকায়

​​​​​​​স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:১৮, ১৮ ডিসেম্বর ২০২৩

বাংলাদেশের মেয়েদের স্মরণীয় জয় দক্ষিণ আফ্রিকায়

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জাতীয় পতাকা হাতে বাংলাদেশের মেয়েরা

বড়রা না পারলেও ছোটরা আর মেয়েরা মাতিয়ে দিল। রবিবার ডানেডিনে বৃষ্টিবিঘ্নি প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে বড় হারে সফর শুরু করে নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে দুবাইয়ের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরেপা জয় করে টাইগার যুবারা। তার আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে দেশবাসীকে দারুণ এক জয় উপহার দেয় বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে জয় করে টাইগ্রেসরা। ইস্ট লন্ডনে উইকেটে ২৫০ রান তোলার পর নিগার সুলতানা জ্যোতির দল স্বাগিতক প্রোটিয়াদের ১৩১ রানে (৩৬. ওভার) গুটিয়ে দিয়ে তুলে নেয় ১১৯ রানের বিশাল জয়। ১০০ বলে ১২ চারে অপরাজিত ৯০ রানের দারুণ ইনিংসে ম্যাচসেরা মুর্শিদা খাতুন।

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেটারদের ওয়ানডেতে রানের হিসেবে এটিই সবচেয়ে বড় দলীয় সংগ্রহ বড় জয়ের রেকর্ড।  এর আগে ২০১১ সালে সাভারের বিকেএসপিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৮২ রানে জয় ছিল আগের রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯ ওয়ানডেতে বাংলাদেশের এটি তৃতীয় জয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম। ২০১২ সালে মিরপুরে উইকেটে ২০১৭ সালে কক্সবাজারে জয় ছিল ১০ রানে। ২০২২ বিশ্বকাপে হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে ২৩৪ রান ছিল আগের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। মুর্শিদা বাউন্ডারি মেরেই নিয়েছেন ৪৮ রান (১২ চার) তিনি ছাড়িয়ে গেছেন সালমা খাতুনকে। ২০১৩ সালে ভারতের বিপক্ষে সালমার ৭৫ রানের ইনিংসে বাউন্ডারি থেকে এসেছিল ৪৪ রান।

 

 

×