ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

বাফুফে একাডেমির কোচ হচ্ছেন ব্রিটিশ বাটলার

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৩৩, ৮ ডিসেম্বর ২০২৩

বাফুফে একাডেমির কোচ হচ্ছেন ব্রিটিশ বাটলার

পিটার জেমস বাটলার

ক’জন কোচের বায়োডাটা দেখে অবশেষে একজন ব্রিটিশকে পছন্দ করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার নাম পিটার জেমস বাটলার। বয়স ৫৭। আগামী বছরের জানুয়ারিতে তিনি বাফুফে এলিট একাডেমির হেড কোচ হিসেবে কাজ শুরু করবেন।
জানা গেছে, বাটলারের মাসিক বেতন ৯ হাজার ডলার। এর আগে আকে ব্রিটিশ (অস্ট্রেলিয়ান পাসপোর্টধারী) পল স্মলি বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের পাশাপাশি এলিট একাডেমিরও কোচের দায়িত্ব পালন করেছিলেন। ‘বাফুফেতে কাজের পরিবেশ নেই’ এমন অভিযোগ করে কয়েক মাস আগে চাকরি ছেড়ে চলে যান পল। তারপর থেকেই একাডেমির কোচ হিসেবে একজন বিদেশি খুঁজছিল বাফুফে।
বাটলার দীর্ঘ ১৮ বছর ফুটবল খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডসহ বিভিন্ন ক্লাবে। ২০০২ সালে অস্ট্রেলিয়ান ক্লাব সরেন্টো এফসির জার্সিতে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন। সর্বশেষ ছিলেন লাইবেরিয়া জাতীয় দলের কোচ (২০১৯-২০২৩)।

×