ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মুখে কুলুপ এঁটেছে বিসিবি, ব্যার্থ বিশ্বকাপ মিশনের দায় নেবে কে? 

প্রকাশিত: ১৯:৩০, ১৭ নভেম্বর ২০২৩

মুখে কুলুপ এঁটেছে বিসিবি, ব্যার্থ বিশ্বকাপ মিশনের দায় নেবে কে? 

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের ভারত বিশ্বকাপ অভিযান পুরোপুরি ব্যার্থ। ৯ ম্যাচে মাত্র ২ টি জয় নিয়ে দল এরই মাঝে দেশে ফিরেছে। এমনকি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাটাও ভাগ্যে জুটেছে অন্য দলের হার জয়ে। তবে পাশের দেশ শ্রীলঙ্কা ও পাকিস্তানে যেমন দলের ব্যার্থতার দায় নিয়ে বোর্ডের শীর্ষ কর্তারা সরে দাঁড়িয়েছেন, বাংলাদেশের এর ছিটেফোঁটাও দেখা যায়নি। 

বাংলাদেশের এই বিশ্বকাপ ব্যার্থতার দায় নেবে কে? এ প্রশ্নের উত্তরও জানা নেই কারও কাছে। এখন পর্যন্ত দলের বর্তমান অবস্থা, ব্যার্থতার কারণ নিয়ে আসেনি কোন আনুষ্ঠানিক বক্তব্যও। ঠিক যেনো মুখে কুলুপ এঁটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

বিশ্বকাপের আগেই ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। অন্যদিকে এখনো কোচকে সরিয়ে দেয়নি বিসিবি। তবে নিজ থেকেই চলে গিয়েছেন অ্যালান ডোনাল্ড। এছাড়া কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরও চাকরি ছেড়ে দিয়েছেন। তবে জোর গুঞ্জন রয়েছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে দেওয়া হবে দায়িত্ব থেকে অব্যাহতি। অবশ্য বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে মুখ খুলতে দেখা যায়নি বোর্ড সভাপতি বা কোনো বোর্ড পরিচালককে।

এবি 

সম্পর্কিত বিষয়:

×