ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

সেমিফাইনালে কালোবাজারিতে টিকিটের দাম আড়াই লাখ 

প্রকাশিত: ১৩:৪৮, ১৫ নভেম্বর ২০২৩

সেমিফাইনালে কালোবাজারিতে টিকিটের দাম আড়াই লাখ 

সেমিফাইনাল

ভারত বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে এখন অপেক্ষা সেমিফাইনালের। আর অল্প কিছুক্ষনের মাঝেই ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে মুম্বাইয়ের ওয়াংখেরে স্টুডিয়ামে। যে মাঠটিতে আজ থেকে ১২ বছর আগে ভারত বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে তুলেছিলো। 

তবে প্রথম সেমিফাইনাল এর আগে বৃহৎ আকারে চলছে ক্রিকেট কালোবাজারি। হাজার রুপির টিকেট বিক্রি হচ্ছে আড়াই লাখ রূপিতে। এমনটাই জানিয়েছে ভারতের এক সংবাদ মাধ্যম। এ ছাড়া হাজার টাকার টিকিট বিকোচ্ছে লাখ লাখ টাকায়। ইতোমধ্যে দুজন কালোবাজারিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। গ্রেপ্তারকৃতদের থেকে উদ্ধার হয়েছে ম্যাচের টিকিটও। 

এর আগে এই ম্যাচটি চলাকালীন সন্ত্রাসবাদী হামলা হতে পারে বলে হুমকি পেয়েছে মুম্বাই পুলিশ। তারপরই স্টেডিয়ামের নিরাপত্তা বাড়ানো হয়েছে। 

সেমিফাইনালের লড়াই শুরুর আগে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) হুমকির খবর পেয়েছে মুম্বাই পুলিশ। সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়েছে। মুম্বাই পুলিশের এক কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মুম্বাই পুলিশকে ট্যাগ করে একটা পোস্ট করেছে। সেখানে বন্দুক, গ্রেনেড ও বুলেটের ছবি দেওয়া আছে। সঙ্গে লেখা আছে সেমিফাইনাল ম্যাচ চলাকালীন নাশকতামূলক ঘটনা ঘটতে পারে।’ 

ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, স্টেডিয়াম চত্বরে নজরদারি বাড়ানো হয়েছে। আশপাশের এলাকাতেও নজরদারি বেড়েছে। কোনো ব্যক্তির ওপর সন্দেহ হলেই তাকে জেরা করা হচ্ছে।

এবি

সম্পর্কিত বিষয়:

×