ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিশ্বকাপের গৌরবময় অনিশ্চয়তা নিয়ে সতর্ক ভারত

প্রকাশিত: ১৯:৫৯, ১৪ নভেম্বর ২০২৩

বিশ্বকাপের গৌরবময় অনিশ্চয়তা নিয়ে সতর্ক ভারত

ভারত কি এবার পারবে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিততে?

ভারত তাদের তৃতীয় বিশ্বকাপ জিততে অপ্রতিরোধ্য ফেভারিট। কিন্তু দেশটির ১৯৮৩ সালের যুগান্তকারী বিশ্বকাপ বিজয়ের একজন তারকা ক্রিকেটের ‘গৌরবময় অনিশ্চয়তা’ দ্বারা সৃষ্ট হুমকি সম্পর্কে সতর্ক করেছেন। তার নাম সৈয়দ কিরমানি।
রোহিত শর্মার দল সেমিফাইনালে পৌঁছেছে, যেখানে তারা বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে গ্রুপ পর্বে নয়টি ম্যাচের প্রতিটিতেই জয় নিয়ে। 

কিরমানি, যিনি ১৯৮৩ সালের শিরোপা জয়ে অন্যতম ভূমিকা পালন করেছিলেন, যা ভারতকে ক্রিকেটের অন্যতম পরাশক্তি হওয়ার পথে এগিয়ে নিয়েছিল, জাতির আশাকে ক্ষুন্ন করে আত্মতুষ্টির বিরুদ্ধে সতর্ক করেছেন৷ ৭৩ বছর বয়সী সাবেক উইকেটরক্ষক কিরমানি  বিশ্বাস করেন ওয়েস্ট ইন্ডিজ, যারা ১৯৮৩ বিশ্বকাপে দুইবারের চ্যাম্পিয়ন হিসেবে এসেছিল, ভারতকে ‘হাল্কাভাবে’ নেয়ার জন্য মূল্য দিয়েছিল।

‘চমৎকার, ভারত এবার চ্যাম্পিয়নদের মতোই খেলছে, ঠিক ওয়েস্ট ইন্ডিয়ানদের মতো। কেউ ভাববেন না ভারত হারতে চলেছে।আমি খুব ইতিবাচক ভারত এই বিশ্বকাপ জিতবে। কিন্তু এই দুর্দান্ত খেলাটির গৌরবময় অনিশ্চয়তার ব্যাপারে আপনি কখনই জানেন না। আপনি ১৯৮৩ সালের ওয়েস্ট ইন্ডিজের মতো জিনিসগুলিকে স্বাভাবিকভাবে নিতে পারবেন না।’
প্রবীণ ক্রীড়া সাংবাদিক আয়াজ মেনন বলেছেন ২০২৩ বিশ্বকাপের ভারত এবং তাদের ১৯৮৩ সালের পূর্বসূরিদের মধ্যে একটি মিল রয়েছে, সেটা হচ্ছে মারাত্মক বোলিং আক্রমণ।
 

 

রুমেল খান 

সম্পর্কিত বিষয়:

×