ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বুড়ো রিয়াদই কি বিশ্বকাপে বাংলাদেশের সেরা ব্যাটার! 

প্রকাশিত: ১৮:০৮, ১১ নভেম্বর ২০২৩; আপডেট: ১৮:০৯, ১১ নভেম্বর ২০২৩

বুড়ো রিয়াদই কি বিশ্বকাপে বাংলাদেশের সেরা ব্যাটার! 

মাহমুদুল্লাহ রিয়াদ 

বিশ্বকাপ শুরু হওয়ার আগে মাহমুদুল্লাহ রিয়াদ দলে থাকবেন কিনা সেটা নিয়েই চলছিলো আলোচনা। অনেকেই বলছিলেন, রিয়াদের বয়স হয়ে গেছে, ফিটনেস খারাপ, মাহমুদুল্লাহ রিয়াদ চলে না। তবে সব আলোচনা-সমালোচনা সত্বেও দলে জায়গা হয়েছিলো সাইলেন্ট কিলারের। তারপরের ঘটনা তো সবার জানা।

আরও পড়ুন : টসে হেরেই বিশ্বকাপের স্বপ্ন শেষ পাকিস্তানের

বিশ্বকাপে যখন বাংলাদেশের কোন ব্যাটারই তেমন একটা সুবিধে করতে পারেনি সেখানে হিসেব অনুযায়ী এবারের বিশ্বকাপে টাইগারদের সেরা ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। একমাত্র বাংলাদেশি ব্যাটার হিসেবে এবারের বিশ্বকাপে তুলে নিয়েছেন সেঞ্চুরিও।  একইসঙ্গে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টানা দুই বিশ্বকাপে ৩০০ এর বেশি রান সংগ্রহ করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। টাইগার এই নির্ভরযোগ্য ব্যাটার টুর্নামেন্টে ৭ ইনিংস ব্যাট করে ৫৪ গড়ে সংগ্রহ করেছেন ৩২৮ রান।

দুই নম্বরে রয়েছেন লিটন দাস। টাইগার এই ওপেনার ৯ ম্যাচ খেলে করেছেন ২৮৪ রান। এই আসরেই তামিম ইকবালকে ছাড়িয়ে ওপেনার হিসেবে আইসিসি ইভেন্টে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড করেছেন লিটন।  

তালিকার তিন নাম্বার পজিশনে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি এই ব্যাটার আসরে ৯ ম্যাচ খেলে করেছেন ২২২ রান। দুই অর্ধশতক এসেছে তার বাংলাদেশের সহ-অধিনায়কের ব্যাট থেকে। তালিকার চার নম্বর পজিশনে রয়েছেন মুশফিকুর রহিম। ৯ ইনিংসে ব্যাট হাতে এই অভিজ্ঞ ক্রিকেটার করেছেন ২০২ রান। 

এছাড়া পাঁচ নম্বরে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। টাইগার এই অলরাউন্ডার করেছেন ২০১ রান। এদিকে ৭ ইনিংসে ব্যাট করে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান করেছেন ১৮৬ রান। ইনজুরির কারণে খেলতে পারেননি দুই ম্যাচ।

এবি

সম্পর্কিত বিষয়:

×