ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সাকিবের ‘টাইমড আউট’ পছন্দ হয়নি টাইগার কোচের 

প্রকাশিত: ১২:১২, ৮ নভেম্বর ২০২৩

সাকিবের ‘টাইমড আউট’ পছন্দ হয়নি টাইগার কোচের 

টাইমড আউট

শ্রীলঙ্কার খেলোয়ার আঞ্জেলো ম্যাথিউসকে করা সাকিবের টাইমড আউট নিয়ে এখন বিশ্ব ক্রিকেট দুইভাগে বিভক্ত। একপক্ষের মতে সাকিব যা করেছেন তা নিয়মের মধ্যে থেকেই করেছেন। অপর পক্ষে বলছে এ ধরণের আউট কোন ভাবেই ক্রিকেটিয় স্পিরিটের সাথে যায় না। এবার সেই আলোচনায় আগুনে ঘি ঢাললেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

গতকাল (মঙ্গলবার) তিনি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন। এমন আউট কাম্য নয় বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ডোনাল্ড, ‘এটা (টাইমড আউট) দেখাটা হতাশার। আমি সাকিবের সুযোগ নেওয়াটা বুঝতে পেরেছি। তার বক্তব্য, ‘‘আমি জেতার জন্য সবকিছু করেছি।’’ কিন্তু আমার কথা শুনেই বুঝতে পারছেন, ব্যাপারটা আমার পছন্দ হয়নি... এমন কিছু আমি পছন্দ করি না। যা ঘটেছে তা দেখাটা সত্যিই খুব কঠিন ছিল। শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় সময়ের কারণে কোনো বল না খেলেই আউট হয়ে মাঠ ছেড়ে চলে গেল।’

এ ধরনের আউট ক্রিকেটীয় চেতনার পরিপন্থী বলে জানান তাসকিনদের কোচ, ‘ক্রিকেট ও খেলোয়াড়দের একে অপরের প্রতি সম্মান ও মর্যাদার কথা বলা হয়ে থাকে, ক্রিকেটের চেতনার কথাও আমরা শুনি। সে হিসেবে আমি এমন জিনিস দেখতে চাই না। এটা স্রেফ আমার কথা। আমাদের খেলায় এমন কিছু আমি দেখতে চাই না। হ্যাঁ, (ফিল্ডারদের) কেউ একজন চটপটে ছিল এবং (সাকিবকে) বলেছে, ‘‘হ্যাঁ, তুমি আপিল করতে পারো।’’ আমার তখন মনে হয়েছে— ‘‘সত্যিই, এটা ঘটতে যাচ্ছে না! এটা হতে পারে না। এটা একদমই হতে পারে না!’’’

ওই পরিস্থিতিতে সাকিবদের করণীয় কী ছিল সেটা বলে দিলেন ডোনাল্ড, ‘সবচেয়ে বুদ্ধিমানের কাজ হতো এটা শুধু বলা, ‘‘ঠিক আছে, চিন্তার কিছুই নেই, বন্ধু। তোমার হেলমেটটা তাড়াতাড়ি ঠিক করে নাও। তোমার হাতে সময় আছে এটা বদলানোর।’’’

ম্যাথিউসকে মাঠ থেকে ফেরত পাঠানোর সময় একপর্যায়ে মাঠে ঢুকে প্রতিবাদ করারও ইচ্ছা ছিল ডোনাল্ডের। তার তাৎক্ষণিক প্রতিক্রিয়াটাই এমন ছিল বলে তিনি উল্লেখ করেছেন, ‘যখন এটা ঘটল, তখন আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল— আমি সত্যিই যেন মাঠে ঢুকে গিয়ে বলি, ‘‘যথেষ্ট হয়েছে, আমরা এটার পক্ষে দাঁড়াব না। আমরা এই ধরনের দল নই যারা এর পক্ষ নেবে।’’ তবে সবকিছু অনেক দ্রুত ঘটে গেছে। তবে আপনি কর্তৃত্বের কথা যেহেতু বলছেন, আমি তো প্রধান কোচ না, আমি দায়িত্বে নেই।’

ম্যাথিউস মাঠ ছেড়ে ওঠে যাওয়ার সময় তার পাশে লঙ্কান কোচিং স্টাফদের পাশে ডোনাল্ডকেও দেখা গিয়েছিল। তখনকার পরিস্থিতি নিয়ে তার মন্তব্য, ‘আমি কেবল মারাইস ইরাসমাসকে (আম্পায়ার) বলতে দেখেছি, ‘‘অ্যাঞ্জেলো, (ম্যাথিউস) দয়া করে তুমি এখন মাঠ ছাড়তে পারো।’’ অ্যাঞ্জেলোকে দেখলাম হেলমেট তুলে নিল এবং এরপর মাঠের বাইরে গিয়ে বিজ্ঞাপনী বোর্ডের দিকে সেটা ছুঁড়ে মারল। পুরো ঘটনায় আমি বিস্মিত হয়েছি।’

এবি 

সম্পর্কিত বিষয়:

×