ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিশ্বকাপে যোগ দিতে কলকাতায় গেলেন সাকিব

প্রকাশিত: ২১:১৫, ২৬ অক্টোবর ২০২৩

বিশ্বকাপে যোগ দিতে কলকাতায় গেলেন সাকিব

সাকিব আল হাসান

চলতি বিশ্বকাপে দলকে রেখেই দেশে ফিরে এসেছিলেন সাকিব। পরিকল্পনা ছিল ঢাকায় তিন দিন অনুশীলন করবেন। ঢাকায় যাঁর শরণাপন্ন হতে এসেছিলেন, কোচ ও বিকেএসপির ক্রিকেট পরামর্শক সেই নাজমূল আবেদীনই জানিয়েছিলেন তথ্যটা। কিন্তু সে পরিকল্পনা বদলে সাকিব আল হাসান আজ সন্ধ্যায়ই ধরেছেন কলকাতার ফ্লাইট। কাল দলের সঙ্গে ইডেন গার্ডেনে অনুশীলন করবেন বাংলাদেশ অধিনায়ক।

তার আগে আজ দ্বিতীয় দিনের মতো নাজমূল আবেদীনের সঙ্গে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে কাজ করেছেন। কী নিয়ে কাজ করেছেন, তা অবশ্য সংবাদকর্মীদের দেখার উপায় ছিল না। তবে দূর থেকে দেখে যতটুকু বোঝা গেছে, নাজমূল আবেদীনের তত্ত্বাবধানে সাকিব বোলিং মেশিনের সামনে অনেকটা সময় নিয়ে ব্যাটিং অনুশীলন করেছেন।

মুম্বাই থেকে কাল বাংলাদেশ দল কলকাতায় গেলেও সাকিব এদিন সকালেই চলে আসেন ঢাকায়। উদ্দেশ্য নাজমূল আবেদীনের সঙ্গে নিজের ব্যাটিংয়ের সমস্যা নিয়ে কাজ করে দুটি দিন কাজে লাগানো। কলকাতায় কাল বাংলাদেশ দল অনুশীলন করেনি, আজও ছিল ঐচ্ছিক অনুশীলন। এদিকে ঢাকায় এসে সাকিব ঠিকই দুটি দিন পুরো ব্যাটিং অনুশীলন করে গেলেন।

বিশ্বকাপে কলকাতায় দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ২৮ অক্টোবর প্রতিপক্ষে নেদারল্যান্ডস ও ৩১ অক্টোবর খেলবে পাকিস্তানের বিপক্ষে। এই দুই ম্যাচ দেখতে কাল কলকাতা যাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ও ক্রিকেট পরিচালনাপ্রধান জালাল ইউনুসসহ বোর্ডের আরও অনেক কর্মকর্তা।

নাজমুল হাসান এমনিতে সব সময়ই বাংলাদেশ দলের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখেন। দল বিদেশ সফরে গেলেও চেষ্টা করেন কয়েকটা দিনের জন্য হলেও নিজে যেতে। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি, পাশের দেশ ভারতে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে বাংলাদেশ দল এরই মধ্যে পাঁচটি ম্যাচ খেলে ফেললেও কোনো ম্যাচই দেখতে যাননি বিসিবি সভাপতি! খেলা দেখছেন টেলিভিশনে। জানা গেছে, নির্বাচনী ব্যস্ততার কারণেই তাঁর এবার দল থেকে কিছুটা দূরে থাকা। গত কয়েক দিনে জনসংযোগ করতে বেশ কয়েকবারই নিজ নির্বাচনী এলাকায় যেতে হয়েছে নাজমুল হাসানকে।

 

 

এস

×