ব্যাট করছেন ওয়ার্নার।
ওয়ানডে বিশ্বকাপে ওয়ার্নার ও মার্শের ব্যাটিং ঝড়ে পাকিস্তানকে ৩৬৮ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার করেছেন ১২৪ বলে ১৬৩ রান এবং মিশেল মার্শ করেন ১০৮ বলে ১২১ রান।
আজ প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করতে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ওয়ার্নার ও মার্শ। কোনো পাক বোলারই পাত্তা পাচ্ছিলো না অজি ব্যাটারদের কাছে। ফলে এই দুইজন জুটি গড়েন ২৫৯ রানের।
৩৩.৪ ওভারে চলাকালে শাহিন শাহ আফ্রিদির বলে প্রথম উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার। শর্ট ফাইন লেগে উসামা মীরের হাতে ক্যাচ দিলেন মার্শ। ১০৮ বলে ১২১ রানের ইনিংসে ১০টি বাউন্ডারি আর ৯টি ছক্কা হাঁকান মার্শ। বিধ্বংসী ওপেনিং জুটি ভাঙার পরের বলে আরো একটি উইকেট তুলে নেন আফ্রিদি। মিডঅনে তুলে মারতে গিয়ে বাবর আজমের কাছে ক্যাচ তুলে দেন গ্লেন ম্যাক্সওয়েল। কোনো রান না করেই তিনি ফিরে যান।
মার্শ আউট হওয়ার পরও অজিদের রানের চাকা চলতেই থাকে। তবে কেউই যেন ওয়ার্নারকে সঙ্গ দিতে পারছিলেন না। রানের সঙ্গে সমান তালে উইকেটেরও পতন হতে থাকে। দলীয় রান যখন ৩২৫, তখন হারিসে রউফের আউট হন ওয়ার্নার। ১৪টি চার ও ৯টি ছয়ের সাহায্যে ১২৪ বলে ওয়ার্নার করেন ১৬৩ রান। কিন্তু এরপর অজিদের রানের চাকা আর বেশিদূর এগোতে পারেনি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৭ রান সংগ্রহ করে অসেট্রলিয়া।
পাকিস্তানের পক্ষে ১০ ওভার বল করে ৫৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন শাহিন শাহ আফ্রিদি। এ ছাড়া হারিস রউফ ৩টি ও উসামা মীর ১ উইকেট তুলে নেন।
এম হাসান