ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

৭-০ নিয়ে ভাবছেন না বাবর আজম 

প্রকাশিত: ২০:০৩, ১৩ অক্টোবর ২০২৩

৭-০ নিয়ে ভাবছেন না বাবর আজম 

বাবর আজম 

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম শুক্রবার ঘোষণা করেছেন যে ‘রেকর্ডগুলি ভাঙ্গার জন্য’ কারণ তার দল শনিবার তিক্ত এক প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সময় ভারতের বিশ্বকাপের দমবন্ধ পরিবেশ থেকে মুক্ত হতে চায়।

১৯৭১ সালে ওয়ানডে ক্রিকেট শুরু হলেও প্রথম ভারত-পাকিস্তান ওয়ানডে ম্যাচ হয় ১৯৭৮ সালে। ওই ম্যাচে পাকিস্তান হারলেও সার্বিক পরিসংখ্যানে অবশ্য তারাই এগিয়ে (৭৩-৫৬ ব্যবধানে)। তারপরও ভারত বিশ্বকাপে তাদের প্রতিবেশীদের বিরুদ্ধে ৭-০ রেকর্ডের গর্ব করে।

আরও পড়ুন :পোস্টের জন্য ক্ষমা চাইলেন ধারাভাষ্যকার জয়নাব

এ নিয়ে আজম বলেন, ‘আমি অতীতের দিকে মনোযোগ দিই না। আসুন সামনের দিকে ফোকাস করা যাক। কারণ আমরা জানি রেকর্ড গড়াই হয় ভাঙ্গার জন্য। আমরা ভাল খেলার চেষ্টা করবো এবং এটি সবই নির্ভর করে আপনি কীভাবে খেলবেন সেদিনের ওপর, ঠিক যেমন আমরা প্রথম দুটি ম্যাচে করেছি,’ অধিনায়ক যোগ করেছেন যার দল নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কাকে হারিয়েছে।‘আমি (খেলোয়াড়দের) বলেছি এটা পারফর্ম করার সেরা সুযোগ। এটা একটা বড় স্টেডিয়াম যেটা অনেক ভক্তকে বসাতে পারে, এই ভক্তদের সামনে পারফর্ম করার এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ’, বাবর বলেছেন।

 এসআর

সম্পর্কিত বিষয়:

×