ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

পোস্টের জন্য ক্ষমা চাইলেন ধারাভাষ্যকার জয়নাব

প্রকাশিত: ১৯:৫৭, ১৩ অক্টোবর ২০২৩

পোস্টের জন্য ক্ষমা চাইলেন ধারাভাষ্যকার জয়নাব

জয়নব আব্বাস

পাকিস্তানের ক্রীড়া সঞ্চালক জয়নব আব্বাস অবশেষে ক্ষমা চাইলেন। বিশ্বকাপে স্টার স্পোর্টসের হয়ে সঞ্চালনার দায়িত্ব পালন করতে এসে চার দিনের মাথায় ভারত ছাড়েন তিনি। অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হিন্দুবিরোধী’ ও ‘ভারতবিরোধী’ পোস্টের কারণে দিল্লির এক আইনজীবীর সাইবার আইনে অভিযোগ দায়েরের পর তার দেশে ফেরা নিয়ে রহস্য তৈরি হয়েছিল। 

আরও পড়ুন :ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু

যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছিল, ব্যক্তিগত কারণেই দেশে ফিরে গেছেন তিনি। তবে সাবেক টুইটার তথা এক্স-এ সেই ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন জয়নাব।

টুইটারে জয়নাব জানিয়েছেন, তাকে মোটেও ভারত ছাড়তে বাধ্য করা হয়নি, ‘আমাকে কখনও ভারত ছাড়তে বলা হয়নি কিংবা বাধ্য করা হয়নি। যদিও আমার নিরাপত্তার জন্য তাৎক্ষণিক কোনও হুমকি ছিল না। কিন্তু আমার পরিবার ও সীমান্তের দুই পারের বন্ধুরা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে যা হয়েছে সেটার ওপর আলোকপাত করতে আমার কিছু সময়ের প্রয়োজন ছিল। 

গত ৫ অক্টোবর এই পাকিস্তানি সঞ্চালকের ৯ বছর আগের কিছু টুইট উল্লেখ করে দিল্লি পুলিশের কাছে সাইবার আইনে অভিযোগ করেন আইনজীবী বিনিত জিন্দাল। অভিযোগ করা পোস্টে আইসিসি ও বিসিসিআইকে ট্যাগ করে তিনি বিশ্বকাপের কাজ থেকে জয়নাবকে অপসারণের দাবি জানান। 

সেই পোস্টের ঘটনায় ক্ষমা চেয়েছেন জয়নাব। এক্স-এ আরও লিখেছেন, যেসব পোস্ট ছড়িয়েছে বুঝতে পেরেছি অনেকেই তাতে ব্যথিত হয়েছেন। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

আরও পরিষ্কার করতে চাই, আমি মানুষ হিসেবে এখন যে অবস্থানে আছি সেই মূল্যবোধ এখানে প্রতিফলিত হয়নি।
 

এসআর

সম্পর্কিত বিষয়:

×