ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নিউজিল্যান্ডকে ২৪৬ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

প্রকাশিত: ১৮:৫৯, ১৩ অক্টোবর ২০২৩

নিউজিল্যান্ডকে ২৪৬ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিং

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। শেষ দিকে রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভার ৯ উইকেটে বাংলাদেশ সংগ্রহ করেছে ২৪৫ রান।

শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। ইনিংসের প্রথম বলেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন টাইগার সহ অধিনায়ক লিটন কুমার দাস।

আরও পড়ুন :গেইল-কোহলিকে পেছনে ফেলেছেন সাকিব

লিটনের বিদায়ের পর তিনে নামা মেহেদি মিরাজকে নিয়ে ভালোই এগোচ্ছিলেন তরুল তানজিদ হাসান তামিম। ট্রেন্ট বোল্টকে ডাউন দ্য গ্রাউন্ডে লং অফে একটি চারও মারেন তিনি। ১৭ বলে ১৬ রান করা তামিমের সবগুলো রানই আসে বাউন্ডারি থেকে।

এরপর দলীয় ৫৬ রানের মাথায় পরপর দুই ওভারে ফিরে যান মিরাজ ও শান্তুও। ৫৬ রানে চার উইকেপ হারিয়ে বিপদে পড়া টাইগারদের খাদের কিনারা থেকে টেনে তুলেন সাকিব-মুশফিক জুটি। তাদের ৯৬ রানের পার্টনারশিপ ভাঙ্গেন ফার্গুসনই। লাথামের হাতে ক্যাচ দেয়ার আগে ৫১ বলে সাকিব ৩ চার ও ২ ছয়ে করেন ৪০ রান।

এরপর দলীয় ১৭৫ রানে ফিরে যান মুশফিকও। বোল্টের বলে ক্যাচ দিয়ে হৃদয় ফেরেন ১৩ রান করে। দুটি ছয় হাঁকিয়ে ১৯ বলে ১৭ রান করে তাসকিন। শেষ দিকে মাহমুদুল্লাহর ইনিংসে ভর করে ২৪৫ রান তোলে টাইগাররা।

কিইউদের হয়ে ৪৯ রান খরচায় ৩ উইকেট নেন লোকি ফার্গুসন। এছাড়া ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি দুটি করে উইকেট শিকার করেন।

এসআর

সম্পর্কিত বিষয়:

×