ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

গেইল-কোহলিকে পেছনে ফেলেছেন সাকিব

প্রকাশিত: ১৮:০৪, ১৩ অক্টোবর ২০২৩

গেইল-কোহলিকে পেছনে ফেলেছেন সাকিব

সাকিব আল হাসান। ছবি: ইএসপিএন

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫১ বলে ৩ চার, ২ ছক্কায় ৪০ রান করে সাকিব আল হাসান বিদায় নিয়েছেন লকি ফার্গুসনের বলে। এর সুবাদে বিশ্বকাপে ৩২ ইনিংস ব্যাট করে এখন ১২০১ রান হয়েছে সাকিবের। বিশ্বকাপে রান করার তালিকায় সার্বিকভাবে উঠে এসেছেন ৬ নম্বরে। 

তিনি ছাড়িয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিস গেইলকে। গেইল ৩৪ ইনিংসে ১১৮৬ রান করেছেন। খুব কাছাকাছিই আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ২২ ইনিংসে ১২০৭ এবং ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ৩৩ ইনিংসে ১২২৫ রান করে সাকিবের ওপরে।

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ চেন্নাইয়ে ১১৬১ রান নিয়ে খেলতে নামেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। এই ম্যাচে শুরুতে বেশ দেখেশুনে খেললেও পরবর্তীতে দ্রæত রান তোলার প্রচেষ্টা চালিয়েছেন সাকিব। গতিময় পেসার ফার্গুসনকে ছক্কা হাঁকিয়ে পরের বলে আবার পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন এ বাঁহাতি ব্যাটার। 

এবার বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং বিভাগ বেশ সমস্যার মধ্যে রয়েছে। সাকিবও ভালো করতে পারছিলেন না। প্রথম ম্যাচে ১৪ ও দ্বিতীয় ম্যাচে ১ রানে আউট হন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৫৬ রানে দলের ৪ উইকেট পতনের পর হাল ধরেন। মুশফিকুর রহিমের সঙ্গে এরপর দেখেশুনে বেশ সতর্ক ব্যাটিং করেছেন সাকিব। 

পঞ্চম উইকেটে সাকিব-মুশফিক ৯৬ রানের দুর্দান্ত এক জুটি গড়েন। সেখানে সাকিবের পরে নেমে অর্ধশতক পেয়ে যান মুশফিক। এরপর সাকিব কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠেন। ৩০তম ওভারে ফার্গুসনের ওপর চড়াও হয়ে চতুর্থ বলে ছক্কা হাঁকান সাকিব। যদিও সেটি মিস টাইমিংয়ে ব্যাটের ওপরের দিকে লাগে। পরের বলেও একইভাবে পুল করতে গিয়ে মিস টাইমিংয়ে বল ওপরের দিকে উঠে যায়। সেটিকে উইকেটরক্ষক টম লাথাম সহজেই দৌড়ে এসে তালুবন্দী করেছেন।

৪০ রানে বিদায় নিলেও বিশ্বকাপে রান করার দিক থেকে এখন ছয়ে উঠে এসেছেন সাকিব। আগের ম্যাচে ভারতের বিরাট কোহলি তাকে ছাড়িয়ে যান। কোহলি বিশ্বকাপে ২৮ ইনিংসে ১১৭০ রান করেছেন। এছাড়া শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়াও ১১৬৫ রান করে এগিয়ে ছিলেন। এ দুজনকে পেছনে ফেলার পাশাপাশি সাকিব গেইলকেও ছাড়িয়ে গেছেন। 


 

এসআর

সম্পর্কিত বিষয়:

×