ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

নাসিরদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৫, ২২ সেপ্টেম্বর ২০২৩

নাসিরদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

নাসির হোসেন

আবুধাবি টি১০ লিগে বাংলাদেশের নাসির হোসেসহ মোট আট ক্রিকেটার ও অফিসিয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। মূলত এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দেওয়া তথ্য ও অনুরোধের ভিত্তিতে এ অভিযোগ আনা হয়েছে। আবুধাবির টি১০ লিগের স্পোর্টস ম্যানেজমেন্ট জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ করা হবে। এক বিন্দুও ছাড় নয়। এক বিবৃতিতে টি১০ ম্যানেজমেন্ট জানায়, ‘এই অভিযোগের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। যে কোনো দুর্নীতির বিপক্ষে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ বিষয়ে আমরা আইসিসির সঙ্গে কাজ করে যাব এবং ক্রিকেটকে পবিত্র রাখতে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করব।’ ওদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সূত্র জানিয়েছে, নাসিরের বিষয়টি নজরে আছে এবং সময় হলেই তারা পদক্ষেপ নেবে। 
অভিযুক্ত তিন ক্রিকেটারদের একজন বাংলাদেশের নাসির হোসেন অন্য দুজন হলেন আরব আমিরাতের ক্রিকেটার রিজওয়ান জাভেদ ও সালিয়া সামান। বাকিদের মধ্যে কৃষ্ণা কুমার চৌধুরী একটি ফ্র্যাঞ্চাইজি মালিকানার অংশীদার। পরাগ সংঘভিও অন্য একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানার অংশীদার। বাকিরা হলেন ব্যাটিং কোচ আশহার জায়েদি, সহকারী কোচ সানি ধিলন ও টিম ম্যানেজার শাদাব আহমেদ। ৩১ বছর বয়সী এ অলরাউন্ডার আবুধাবি টি১০ লিগে খেলতে গিয়ে দুর্নীতিবিরোধী তিনটি ধারা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। নাসির ২০২১ আবুধাবি টি১০ লিগে খেলার সময় সেখানে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে উপহার নিয়েছেন বলে অভিযোগ এনেছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

পাশাপাশি আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী একটি আমন্ত্রণের পূর্ণাঙ্গ তথ্য দিতেও ব্যর্থ হয়েছেন তিনি। এ বিষয়ে আইসিসির করা তদন্তে সহায়তা না করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, আমিরাত ক্রিকেট বোর্ডের পক্ষ এ অভিযোগ গঠন করেছে তারা। মোট তিনটি ধরা ভঙ্গের অভিযোগ এসেছে। খেলোয়াড় অফিসিয়াল মিলিয়ে মোট আটজনকে অভিযুক্ত করা হয়েছে। জাতীয় দলে টেল-এন্ডে ব্যাট হাতে দারুণ পারফর্ম্যান্সের কারণ এক সময় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন, অনেকে তাকে ‘ফিনিশার’ এর তকমা দিয়েছেন। অফফর্ম, মাঠ ও মাঠের বাইরে অনাকাক্সিক্ষত সব ঘটনায় সেই তিনি এখন বেশ সমালোচিত।

×