শাড়িতে ক্রিকেটার জাহানারা আলম।
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার ও ব্যাটসম্যান জাহানারা আলম। মাঠে তার দারুণ পারফর্ম ও সৌন্দর্যে মুগদ্ধ লাখ লাখ তার ভক্ত। শুধু ২২ গজেই নয়, মাঠের বাইরেও অনায়াশে হৃদয়ে জায়গা করে এই নিতে পারেন এই ক্রিকেটার। মাঠের বাইরে শাড়িতে বুঝাই মুশকিল যে তিনিই দুর্দান্ত পারফর্ম করা সেই জাহানারা আলম।সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার নিজের বেশকিছু আকর্ষনীয় ছবি পোস্ট করেন এই নারী ক্রিকেটার। ছবিতে দেখা যায়, পাতলা শাড়ি ও কালো ব্লাউজে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। আর তাতে এই ক্রিকেটারকে একপ্রকারে লাস্যময়ী লাগছে।, যেন চোখ ফেরানো ভার!বিশ্বসেরা ১২ জন সুন্দরী ক্রিকেটারের তালিকায় নাম উঠেছিল বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার জাহানারা আলমের।
আরও পড়ুন :কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল ভারত
এদিকে, জাহানারা আলমের ছবির কমেন্টে ভক্তরা তার প্রশংসা করেছেন। নানা ধরনের মন্তব্যে করেছেন মনের ভাব প্রকাশ। সোহেল রানা নামের একজন মন্তব্য করেন, ‘মাশাআল্লাহ... শাড়িতেই নারীর আসল সৌন্দর্য্য ফুটে ওঠে।’ শাহেদ লেখেন, ‘আপু শাড়িতে আপনাকে অনেক সুন্দর লাগছে।’ কামরুল হাসান শুভ লেখেন, ‘আপনাকে অসাধারণ লাগছে আপু।’ মোরশেদ আহমেদ লেখেন, ‘শাড়ীতে নারী দেখতে যেন পরী।’জাহানারা আলমের জন্ম ১৯৯৩ সালের ১ এপ্রিল। তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্বও পালন করছেন। জাহানারার একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে ২০১১ সালের ২৬ নভেম্বর আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিরুদ্ধে। জাহানারার টুয়েন্টি ২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে ২০১২ সালের ২৮ আগস্ট ভারত নারী ক্রিকেট দলের বিরুদ্ধে।
এম হাসান