ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

এশিয়া কাপে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৪, ৯ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-শ্রীলঙ্কা

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। বাঁচা মরার ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার কাপ্তান সাকিব আল হাসান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলাটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়। বাংলাদেশ-শ্রীলঙ্কার মুখোমুখি ৫৩তম ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে। 

আরও পড়ুন :মরক্কোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৩২

শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পরাজয় দিয়েই এশিয়া কাপ মিশর শুরু করে সাবিকবাহিনী। এরপর আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে সুপার ফোর নিশ্চিত টাইগাররা। তবে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারে বড় ব্যবধানে। এতে ফাইনালের পথ কঠিন হয়ে যায় হাথুরুসিংহের শিষ্যদের। 

আজ ফাইনালে ওঠার মিশনে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচ জিতলে শিরোপা নির্ধারণী ম্যাচের আশা টিকে থাকবে আর হেরে গেলেই ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে। 

বাংলাদেশের একাদশে আজ এক পরিবর্তন রয়েছে। মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। 

বাংলাদেশ একাদশ : নাঈম শেখ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশানকা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, চারিথা আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, দুনিথা ওয়েলেগেলে, মাহেশ থিকসেনা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা। 

 

এস

×