ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

এশিয়া কাপে খেলছেন এনামুল

প্রকাশিত: ১২:৪৫, ৩০ আগস্ট ২০২৩; আপডেট: ১২:৫৪, ৩০ আগস্ট ২০২৩

এশিয়া কাপে খেলছেন এনামুল

এনামুল হক বিজয়। ফাইল ফটো

এশিয়া কাপে সুযোগ পেলেন এনামুল হক বিজয়। তিনি লিটন দাসের বদলি হিসেবে খেলবেন। জ্বরের কারণে দলের সঙ্গে যেতে পারেননি তিনি।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভাইরাস জ্বর থেকে সুস্থ হয়ে উঠতে না পারায় এশিয়া কাপে খেলা হচ্ছে না তাঁর। লিটনের বদলি হিসেবে এনামুল হককে দলে ডাকা হয়েছে। আজ দলের সঙ্গে যোগ দেবেন এনামুল।

আরও পড়ুন:বিয়ের আসরে প্রেমিক হাজির, খালি হাতে ফিরলেন বর

৪৪ ওয়ানডে ম্যাচ খেলা এনামুল ৩০.৫৮ গড় ও ৭৪.১৫ স্ট্রাইক রেটে রান করেছেন ১২৫৪। ওয়ানডে ক্রিকেটে ৩টি সেঞ্চুরি ও ৫টি ফিফটি এনামুলের। সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন গত বছর ডিসেম্বরে। 

অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ৩০ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যান। আবাহনীর হয়ে ১৬ ম্যাচ খেলে ৮৩৪ রান করেন, গড় ৫৯.৫৭, স্ট্রাইক রেট ৯৭.৩১। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি এসেছে এনামুলের ব্যাট থেকে।

আজ শুরু হতে যাওয়া এশিয়া কাপে বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলবে বৃহস্পতিবার, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। 

 এসআর

×