ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘ড্যাডি অব অলরাউন্ডার’ উপাধি পেলেন সাকিব

প্রকাশিত: ২১:০৩, ২৭ আগস্ট ২০২৩

‘ড্যাডি অব অলরাউন্ডার’ উপাধি পেলেন সাকিব

সাকিব আল হাসান।

‘ড্যাডি অব অলরাউন্ডার’ উপাধি পেলেন বাংলাদেশ ক্রিকেটার দলের অধিনায়ক সাকিব আল হাসান। রবিবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমান সময়ের তারকা অলরাউন্ডারদের নিয়ে কথা বলার সময় সাকিবকে এ উপাধি দেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

ভারতের জার্সিতে মাত্র ১০টি টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করার সুযোগ পান ৪৫ বছর বয়সী সাবেক এই ব্যাটার। তবে ক্যারিয়ার শেষে ক্রিকেট বিশ্লেষক হিসেবে বেশ নাম কুড়িয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ক্রিকেট নিয়ে তিনি আলোচনা করে থাকেন।

বিশ্বকাপের আলোচিত অলরাউন্ডারদের নিয়ে আকাশ চোপড়া নিজের পেজে ভিডিও প্রকাশ করেন। যেখানে তিনি ক্রিস ওকস, মিচেল মার্শ, শাদাব খান, সাকিব আল হাসানদের নিয়ে আলোচনা করেন। সাকিবকে নিয়ে কথা বলতে গিয়েই তিনি বলেন, ‘সাকিব ইজ দ্য ড্যাডি অব অলরাউন্ডার’।

তিনি বলেন, ‘সাকিব তো অলরাউন্ডারদের বাবা এটা বলতেই হবে। সে বাংলাদেশের অধিনায়ক। ২০১৯ বিশ্বকাপের কথা আপনাদের মনে আছে? সেবার সে বুঝিয়ে দিয়েছিল ওই বিশ্বকাপটা তার।’

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×