ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিশ্বকাপে সূচি বদলালো আইসিসি

প্রকাশিত: ১৮:০৭, ৯ আগস্ট ২০২৩

বিশ্বকাপে সূচি বদলালো আইসিসি

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ

দুই মাসেরও কম সময়ের মধ্যে মাঠে গড়াবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০২৩। তবে, এরই মধ্যে আবারো সূচিতে পরিবর্তন এনেছে আইসিসি। আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশের তিনটি ম্যাচ সহ মোট ৯ টি ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা।  

চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। এর আগে গত জুলাইয়ে প্রকাশিত হয়েছিল বিশ্বকাপের চূড়ান্ত সূচি। যেখানে ভারতের আহমাদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ৫ অক্টোবর শুরু হবে এই মেগা ইভেন্ট। ১৯ নভেম্বর একই ভেন্যু দিয়ে পর্দা নামবে ১৩তম এই আসর। 
 
নিরাপত্তা ইস্যুর জন্য বাবর-কোহলিদের বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচটির সূচিতে পরিবর্তন এনেছে আইসিসি। ১৫ অক্টোবরের বদলে ১৪ অক্টোবর হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হাইভোল্টেজ ম্যাচটি। 

এদিকে বিশ্বকাপে বাংলাদেশের তিনটি ম্যাচের সূচিতেও পরিবর্তন এনেছে আইসিসি। পরিবর্তিত সূচি অনুযায়ী বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ হবে ১০ অক্টোবর। সাকিব-তামিমদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচ হবে ১১ নভেম্বর আর নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগাররা মাঠে নামবে ১৩ অক্টোবর। 

এস

×