ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

টং দোকানে বন্ধুর সঙ্গে চায়ের আড্ডায় সাকিব 

প্রকাশিত: ২১:১৯, ২ জুলাই ২০২৩

টং দোকানে বন্ধুর সঙ্গে চায়ের আড্ডায় সাকিব 

বন্ধুর সঙ্গে চায়ের আড্ডায় সাকিব।

এবার নিজের বাবা মার সঙ্গে মাগুড়ায় ঈদ করেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আর এ সময় স্ত্রীকে নিয়ে রিকশায় ঘুড়ে বেড়ান তিনি। এমনকি টং  দোকানে বন্ধুদের সঙ্গে চা খেতেও দেখা গেছে এই অলরাউন্ডারকে। 

এর আগে মাগুড়া গেলে সব সময়ের মত বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা পাড়ার ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা যায় তাকে। আবার মাঝে মাঝে নিজের পছন্দের বাইক নিয়ে ঘুড়ে বেড়ান। 

এবার ঈদে সাকিব আলোচনায় এসেছেন একটু ভিন্নভাবে। ঈদের পরদিন স্ত্রীকে নিয়ে রিকশায় চড়ে ঈদের দাওয়াতে বের হয়েছেন সাকিব আল হাসান। শুক্রবার (৩০ জুন) সকাল পৌনে নয়টার দিকে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে রিকশায় দেখা গেছে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক।

ঈদের দিন সকালে সাকিব বাবার সঙ্গে মাগুরা শহরের নোমানী ময়দানে প্রধান ঈদের জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগসহ স্থানীয় মানুষের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×