ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৮, ২৫ জুন ২০২৩

সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে উড়িয়ে দিল বাংলাদেশ

গোল উৎসব করছে বাংলাদেশের ফুটবলাররা।

বাঁচামরার লড়াইয়ে সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলে মালদ্বীপকে ৩-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ। এই জয়ে টুর্নামেন্টে সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশের ফুটবলাররা। 

'বি' গ্রুপে লেবানন, বাংলাদেশ আর মালদ্বীপ তিন দলেরই ৩ পয়েন্ট করে। এর মধ্যে বাংলাদেশ আছে দুই নম্বরে।

১-১ সমতায় প্রথমার্ধ শেষ করেছিল লাল-সবুজ জার্সিধারীরা। মালদ্বীপের হয়ে ১৭ মিনিটে গোল করেন হামজা মোহাম্মদ। ৪২ মিনিটে গোল শোধ করেন বাংলাদেশের রাকিব হোসেন। ৬৭ মিনিটে তারিক কাজী ও ৯০ মিনিটে গোল করেন শেখ মোরসালিন।

শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে জামাল ভূঁইয়ার দল। প্রথমার্ধে ৫৬ ভাগ বল দখলে রেখে ১৩টি শট নেয় বাংলাদেশ, যার ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৩ শটের একটিতে গোল পেয়ে যায় মালদ্বীপ।

১৭ মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ। ডানদিক থেকে ফাসিরের পাস থেকে বক্সের বেশ বাইরে থেকে শট নিয়ে দারুণ এক গোল করেন হামজা মোহাম্মদ (১-০)।

বিরতির ঠিক আগে ভাগ্য ফেরে দাপুটে খেলা বাংলাদেশের। ৪২ মিনিটে সোহেল রানা উঁচু করে বল দেন বক্সের মধ্যে, তপু সেটা হেডেই পাস দেন রাকিবকে। রাকিবও দারুণ এক হেডে বল জালে জড়ান (১-১)। সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে বাংলাদেশ। ৬২ মিনিটে অধিনায়ক জামাল ভূঁইয়াকে তুলে নেওয়াসহ তিনটি পরিবর্তন আনেন কোচ। এর পাঁচ মিনিট পরই ৬৭ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের মধ্যে হৃদয় প্রথম চেষ্টায়, তারপর এক পা হয়ে তৃতীয় চেষ্টায় জটলার মধ্য থেকে তারেক কাজী বল জালে জড়ান। ৯০ মিনিটে বিশ্বনাথের বানিয়ে দেওয়া বল বক্সের ডানপাশে পেয়ে একজনকে কাটিয়ে চোখ ধাঁধানো এক গোল করেন মোরসালিন।

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×