কাজাখ টেনিস তারকা এলিনা রিবাকিনা
ফ্রেঞ্চ ওপেনে টানা দুই জয় তুলে নিয়েছেন এলিনা রিবাকিনা, স্লোয়ানে স্টিফেন্স, দারিয়া কাসাতকিনা এবং এরিনা সাবালেঙ্কা। দারুণ জয়েই মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম এই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন তারা। তবে রোঁলা গ্যারোঁর দ্বিতীয় পর্ব থেকেই ছিটকে গেছেন কানাডিয়ান তরুণী লেইলা ফার্নান্দেজ, ইতালির সারা ইরানি, ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া এবং আমেরিকার মেডিসন কেইস।
ফ্রেঞ্চ ওপেনে এবার হট ফেভারিট এরিনা সাবালেঙ্কা এবং এলিনা রিবাকিনা। কেননা টেনিস কোর্টে দুই তারকার সময়টাই যে দারুণ কাটছে। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা। চলতি মৌসুমেই ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে এরিনা রিবাকিনাকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম ট্রফি উঁচিয়ে ধরেন বেলারুশ সুন্দরী। ফ্রেঞ্চ ওপেনেও দাপুটে সূচনা করেন তিনি। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সাবালেঙ্কা ৭-৫ এবং ৬-২ গেমে হারান তারই স্বদেশী কোয়ালিফায়ার ইরিনা শিমানোভিচকে। ফ্রেঞ্চ ওপেনের রাউন্ড অব বত্রিশে এখন তার প্রতিপক্ষ রাশিয়ার কামিলা রাখিমোভা।
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের টিকিট কেটেছিলেন এলিনা বিরাকিনাও। কিন্তু সাবালেঙ্কার কাছে হেরে যান তিনি। এরপর ইন্ডিয়ান ওয়েলসে অবশ্য সাবালেঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কাজাখস্তানের এই তারকা। শুধু তাই নয়? ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতিমঞ্চ হিসেবে বিবেচিত ইতালিয়ান ওপেনেও ফাইনালে উঠেন রিবাকিনা। যে কারণে স্বাভাবিকভাবেই ফেভারিটের ট্যাগ তার গায়ে মাখানো রোঁলা গ্যারোঁয়। শুরুটাও করেন নিজের মতোই। টানা দুই জয়ে তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন তিনি। বৃহস্পতিবার আসরের চতুর্থ বাছাই ৬-৩ এবং ৬-৩ ব্যবধানে হারান লিন্ডা নোসকোভাকে। প্রতিপক্ষকে হারাতে এদিন তার লাগে ১ ঘণ্টা ২৬ মিনিট। সেইসঙ্গে টানা তিন মৌসুমে ফ্রেঞ্চ ওপেনের রাউন্ড অব বত্রিশের টিকিট কাটলেন রিবাকিনা।
২০২৩ সালে এটা তার রেকর্ড ৩২তম জয়। বিনিময়ে হার মাত্র ৭ ম্যাচে। পরের রাউন্ডে বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা এই তারকার প্রতিপক্ষ সারা সোরিবেস টোর্মো। যিনি ১ ঘণ্টা ২৯ মিনিট লড়াই করে ৬-৪ এবং ৬-১ ব্যবধানে পরাজিত করেন পেত্রা মার্টিচকে। এর আগে একবার একে অপরের মুখোমুখি হন এই দুই তারকা। ২০২১ সালে মিয়ামি ওপেনের সেই ম্যাচে সোরিবেস টোর্মো ৬-১, ৩-৬ এবং ৬-২ ব্যবধানে হারিয়েছিলেন রিবাকিনাকে। তৃতীয় রাউন্ডের লড়াইয়ে তাই সেই জয় বাড়তি অনুপ্রেরণা জোগাবে স্প্যানিশ টেনিস তারকাকে।
যদিওবা এই সময়ে রিবাকিনাও নিজেকে বদলে ফেলেছেন অনেকটা। গত মৌসুমেই যে উইম্বলডনের শিরোপা জয়ের স্বাদ পান তিনি। উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন গত মাসেই প্রথমবারের মতো বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষ চার নম্বর স্থানটি দখল করে নেন। তাই এবার ফ্রেঞ্চ ওপেনেও নিজেকে মেলে ধরার সুযোগ তার সামনে। যেখানে ২০২১ সালে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছিলেন কাজাখস্তানের এই তারকা।
তবে দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেছেন হোম ফেভারিট ক্যারোলিন গার্সিয়া। রাশিয়ার এনা ব্লিঙ্কোভা ৪-৬, ৬-৩ এবং ৭-৫ গেমে হারান টুর্নামেন্টের পঞ্চম বাছাই ক্যারোলিন গার্সিাকে। এখন পর্যন্ত বিদায় নেওয়া খেলোয়াড়দের মধ্যে গার্সিয়াই র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড়। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন জেলেনা ওস্টাপেঙ্কোও। সাবেক চ্যাম্পিয়নকে আসরের অভিষিক্ত খেলোয়াড় পেইটন স্টিয়ার্নস। আমেরিকান তরুণীর কাছে ৬-৩, ১-৬ এবং ৬-২ ব্যবধানে হার মানেন ২০১৭ সালে ফ্রেঞ্চ ওপেনের শিরোপাজয়ী লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কো। কানাডিয়ান তরুণী লেইলা ফার্নান্দেজকে হারিয়েছেন ক্ল্যারা টাউসন। ম্যাচের ফল ৬-৩, ৫-৭ এবং ৬-৪।
এছাড়া ইরিনা ক্যামেলিয়া বেগু ৬-৩, ৬-০ গেমে হারান ইতালির সারা ইরানিকে। তবে আমেরিকার স্লোয়ানে স্টিফেন্স ৬-২, ৬-১ গেমে হারান ভারভারা গ্র্যাচেভাকে, রাশিয়ার দারিয়া কাসাতকিনা ৬-৩, ৬-৪ ব্যবধানে পরাজিত করেন মার্কেটা ভোন্ড্রোসোভাকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাইলা ডে ৬-২, ৪-৬ এবং ৬-৪ ব্যবধানে হারান তারই স্বদেশী মেডিসন কেইসকে।