ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্যারিস আর থাকা হচ্ছে না মেসির

প্রকাশিত: ১৯:০০, ১ জুন ২০২৩

প্যারিস আর থাকা হচ্ছে না মেসির

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি প্যারিসে আর থাকবেন না। অবশেষে মেসির প্যারিস ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে পিএসজি। 

দলটির কোচ ক্রিস্তফ গালতিয়ের ক্লেরমঁর বিপক্ষে আগামী পরশুর ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের জানিয়েছেন, পিএসজির হয়ে শেষ ম্যাচটি খেলতে নামবেন মেসি।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কোচ গালতিয়ের বলেছেন, ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর মতো সৌভাগ্য হয়েছে আমার। এটাই (ক্লেরমঁর বিপক্ষে) পার্ক দে প্রিন্সেসে তার (মেসি) শেষ ম্যাচ।

চলতি মৌসুমে পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২১টি গোল করেছেন মেসি। ২০২১ সালে বার্সেলোনা থেকে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন তিনি। 

বিশ্বকাপের পর পিএসজির সঙ্গে তার নতুন চুক্তির কথা শোনা গেলেও সেটা শেষ পর্যন্ত করেননি মেসি। 

এসআর

সম্পর্কিত বিষয়:

×