নারী ভক্তের সঙ্গে এমবাপ্পে।
পিএসজির অনুশীলনের সময় এমবাপ্পের নেওয়া এক শট সরাসরি গিয়ে আঘাত করে নারী ভক্তের নাকে। আর তাতে ওই নারী ভক্তের নাকটি ভেঙেই যায়। গত শনিবার (২৭ মে) এমন ঘটনা ঘটে।
জানা যায়, সতীর্থদের সঙ্গে অনুশীলনের সময় ঠিকভাবে শট নিতে পারেননি এমবাপ্পে। তার মিস শট সরাসরি চলে যায় সেই নারীর মুখ বরাবর। নাক ভেঙে রক্ত ছুটতে থাকে সেই নারীর। সঙ্গে সঙ্গে তাকে পিএসজির চিকিৎসকরা চিকিৎসা দেন।
পরে অনুশীলন থামিয়ে সেই নারীর কাছে ক্ষমা চেয়েছেন কিলিয়ন এমবাপ্পে। ম্যাচ শেষে সেই সমর্থককে খুঁজে নেন এই ফরাসি স্ট্রাইকার। পরে তাকে আলিঙ্গন করে একটি সাঁতারের পোশাক উপহার দেন।
এমএইচ