ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

নারী আম্পায়ার জেসিকে শুভেচ্ছা জানালেন সাকিব

প্রকাশিত: ২১:০৪, ৩১ মে ২০২৩

নারী আম্পায়ার জেসিকে শুভেচ্ছা জানালেন সাকিব

নারী আম্পায়ার জেসি ও সাকিব

আগামী ১০ জুন থেকে হংকংয়ে শুরু হচ্ছে নারী ইমার্জিং এশিয়া কাপ। আর এবারের আসরে আম্পায়ার হিসেবে বাংলাদেশ থেকে থাকবেন সাথিরা জাকির জেসি। জাতীয় দলের সাবেক নারী এই ক্রিকেটারের এমন অর্জনে অন্যদের মতো শুভেচ্ছা জানিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। 

 বুধবার (৩১ মে) মিরপুর শেরে-ই বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হন জেসি। এ সময় তিনি বলেন, 'এখন পর্যন্ত ওর (সাকিব) সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। কারণ আমাদের নিজেদেরও খেলা চলছে। সে কারণে কারো সঙ্গেই সেভাবে কথা বলা হচ্ছে না। যেহেতু একদিন পরপরই খেলা। এখন পর্যন্ত কোনো কথা হয়নি কিন্তু আমরা সবাই যে গ্রুপে আছি সেখানে অভিনন্দন জানিয়েছে সবাই। সেখানে সাকিবও আছে। সাকিবও উইশ করেছে। তবে আলাদাভাবে আমাদের কথা হয়নি।'

এশিয়া কাপে সুযোগ পেয়ে বিসিবির প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন জেসি, 'প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই বিসিবিকে। বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠু ভাইকেও। তারা অনেক সাহায্য করেছেন। বিসিবিরও একটা ইচ্ছা ছিল, আইসিসির সব ইভেন্টে নারী আম্পায়াররা আছে। সেখানে আমরা পিছিয়ে ছিলাম। গতবার যখন এশিয়া কাপ বাংলাদেশে হলো বিসিবিও মিস করেছে এবং আমরাও মিস করেছি যে আমাদের কোনো নারী আম্পায়ার নেই। সেখান থেকেই আমাদের লক্ষ্য ছিল আমরা যে কঠোর পরিশ্রম করি এবং এখানে আসতে পারি। বিসিবিও আমাদের তৈরি করেছে।'

আম্পায়ার হয়েও এখনো নিয়মিত ক্লাস চালিয়ে যাচ্ছেন জেসি, 'গত এক দেড় বছরে প্রায় ৫০-৬০টার বেশি ম্যাচ পরিচালনা করেছি। আমি যদি নিজের কথা বলি, ১১-১২টা লঙ্গার ভার্সন ম্যাচ আমি পরিচালনা করেছি। শুধু তো গেলেই হবে না ভালো করে জানতে হবে। এজন্য আম্পায়ার্স ডিপার্টমেন্ট থেকে আমাদের নিয়মিত ক্লাস করানো হচ্ছে। এখনও আমাকে নিয়মিত ক্লাস করানো হচ্ছে। ক্রিকেটের আইন নিয়ে, টিভি আম্পায়ারিংয়ের কিছু ব্যাপার আছে সেগুলো নিয়ে। যেটা আমাদের আগে কোনো অভিজ্ঞতা নেই। যেটা এশিয়া কাপে গিয়ে আমাদের করতে হবে। এই ক্লাসগুলো এখনও করছি।'

এমএস

সম্পর্কিত বিষয়:

×