ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ফুটবল বিশ্বকাপ ফাইনালের তারিখ চূড়ান্ত

প্রকাশিত: ১৮:০২, ১৮ মে ২০২৩

ফুটবল বিশ্বকাপ ফাইনালের তারিখ চূড়ান্ত

বিশ্বকাপ। ফাইল ফটো

ফুটবল বিশ্বকাপ ২০২৬ সালে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। এ ফুটবল মহাযজ্ঞের পর্দা ওঠার কথা রয়েছে ৮ জুলাই। প্রথমবারের মতো ওই আসরে অংশ নেবে ৪৮ দল। ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। 

প্রভাবশালী স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতি গ্রুপে থাকবে ৪টি দল। প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষ দুই দল পরের পর্বে যাবে। তাদের সঙ্গে যোগ দেবে ১২টি গ্রুপ থেকে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা ৮ দল। মোট ৩২ দলকে নিয়ে হবে রাউন্ড অব থার্টি টু। সেখান থেকে রাউন্ড অব সিক্সটিন, কোয়ার্টার, সেমির পর ফাইনাল।

এবার চ্যাম্পিয়ন হতে হলে আগের চেয়ে ১ ম্যাচ বেশি খেলতে হবে। মোট ৮ ম্যাচে লড়তে হবে। সব মিলিয়ে ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে হচ্ছে ১০৪টি।

এবার আসন্ন বিশ্বকাপের ফাইনালের তারিখও চূড়ান্ত হয়েছে। ওই বছরের ১৯ জুলাই (রবিবার) হরে শিরোপার লড়াই। এ ফুটবল মহাযজ্ঞের পর্দা ওঠার কথা রয়েছে ৮ জুলাই। মোট ৫৬ দিন চলবে এ যুদ্ধ। 

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×