ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সাকিবের হাতে আইসিসির পুরস্কার

প্রকাশিত: ১৯:০৪, ১০ মে ২০২৩

সাকিবের হাতে আইসিসির পুরস্কার

সাকিব আল হাসান।

আইসিসির মাসসেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। অবশেষে সেই পুরস্কার বুঝে পেলেন টাইগারদের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক। গেল মার্চ মাসজুড়ে ব্যাটে-বলে দারুণ ফর্মে থেকে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতে নেন তিনি। 

বুধবার (১০ মে) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে টাইগারদের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিবের হাতে পুরস্কারের একটি ছবি প্রকাশ করেন ।

মাসসেরা হয়ে সাকিব জানান, পুরস্কারটি পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি। বিশেষজ্ঞ প্যানেলিস্টকে ধন্যবাদ, যারা আমাকে ভোট দিয়েছেন। এমন পুরস্কারকে ভালো খেলার স্বীকৃতি বলে মানছেন সাকিব।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×