ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সৌদি আরবের সঙ্গে চুক্তি সেরে ফেললেন মেসি

প্রকাশিত: ১৭:২৩, ৯ মে ২০২৩; আপডেট: ১৭:২৫, ৯ মে ২০২৩

সৌদি আরবের সঙ্গে চুক্তি সেরে ফেললেন মেসি

মেসি

আগামী মৌসুমে মেসি কোথায় খেলবেন তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছিল। কিন্তু সেই ধোয়াশার ইতি টানল বার্তা সংস্থা এএফপি। আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি আগামী মৌসুমে ‘বিশাল অংকের চুক্তি’তে সৌদি আরবের ঘরোয়া ক্লাব ফুটবলে খেলবেন। বার্তা সংস্থার এএফপির বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ডেইলি মেইল। 

মেসিকে পাওয়ার জন্য সৌদি সরকারও আগ্রহী ছিলো। এমনকি তাকে বছরে চার হাজার কোটি টাকা দেবার প্রস্তাবও নাকি দিয়েছিল তারা। আর এবার এএফপি জানালো, এই ধরণেরই একটি চুক্তিতে রাজি হয়েছেন আর্জেন্টাইন জাদুকর। 

এএফপি জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র যারা কিনা মেসির সঙ্গে সৌদি আরবের ক্লাবটির চুক্তির সাথে জড়িত তারাই এই খবর দিয়েছে। 

সেই সূত্র দাবি করেছে, 'মেসি সামনের মৌসুমে সৌদি আরবে খেলবে। তার সঙ্গে সব চুক্তি সম্পন্ন হয়েছে। এটি একটি বিশাল অংকের চুক্তি। কিছু ছোট ছোট ব্যাপারে আমরা এখন কাজ করছি।' 

বর্তমানে সৌদি আরব তো বটেই, বিশ্বেরই সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-নাসেরের সঙ্গে রোনালদোর চুক্তি বছরে দুই হাজার দুইশ কোটি টাকার। মেসির চুক্তিতে টাকার পরিমাণ হবে রোনালদোর প্রায় দ্বিগুণ!

এদিকে এএফপি এমন খবর প্রকাশের পর পিএসজি কোনো মন্তব্য করেনি। 


 

এমএস

সম্পর্কিত বিষয়:

×