ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

১৮ বলে হাফ সেঞ্চুরি করলেন লিটন দাস

প্রকাশিত: ১৬:১৯, ২৯ মার্চ ২০২৩; আপডেট: ১৬:২৭, ২৯ মার্চ ২০২৩

১৮ বলে হাফ সেঞ্চুরি করলেন লিটন দাস

ব্যাট করছেন লিটন দাস

সফররত আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ঝরো ব্যাটিং এ হাফ সেঞ্চুরি করেছেন টাইগার ব্যাটসম্যান লিটন দাস। ৩ ছয় ও ৬ চারের সাহায্যে ১৮ বলে ৫০ রানের ঘর পার করেন লিটন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায় আইরিশ অধিনায়ক। কিন্তু এরপরই ঝমঝমিয়ে নামে বৃষ্টি। বৃষ্টির কারণে ৩টা ২০ মিনিটে খেলা শুরু হয়। আর ওভার নির্ধারণ করা ১৭ ওভারের। 

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করে টাইগার ব্যাটাররা। শেষ খবর পর্যন্ত ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। ২৮ বলে ৬৪ রান নিয়ে লিটন এবং ২০ বলে ৪১ রান নিয়ে ক্রিজে আছেন রনি তালুকদার। 

এর আগে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটি করেছিলেন মোহাম্মদ আশরাফুল। ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে পঞ্চাশ স্পর্শ করেছিলেন সেই ম্যাচের অধিনায়ক।
 

এমএইচ

×