নারী ক্রিকেটার
নারীদের আইপিএলের মাঠে গড়াতে যাচ্ছে। টুর্নামেন্টের প্রথম আসর আগামী ৪ মার্চ শুরু হয়ে চলবে ২৬ মার্চ পর্যন্ত। পাঁচ ফ্রাঞ্চাইজির এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নিলাম। যেখানে বাংলাদেশ থেকে ৯ ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির নিলামে জায়গা পেয়েছেন।
নারী আইপিএলে অংশ নিতে মোট ১৫২৫ ক্রিকেটার আগ্রহ প্রকাশ করেছিল। যেখানে যাচাই-বাছাই শেষে ৪০৯ জন ক্রিকেটারকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। এর মধ্যে ২৪৬ জন ভারতীয় ও বিদেশী ক্রিকেটারের সংখ্যা ১৬৩ জন।
বাংলাদেশ থেকে যে ৯ জন টাইগ্রেস ক্রিকেটার চূড়ান্ত তালিকায় রয়েছেন, তারা হলেন— সালমা খাতুন, স্বর্ণা আক্তার, জাহানারা আলম, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মন্ডল, ঋতু মনি, সোবহানা মোশতারি ও নিগার সুলাতানা।
নিলামে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ৪০ লাখ রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে সালমা ও রুমানার। স্বর্ণা আক্তারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২০ লাখ রুপি। এছাড়া বাকি ৬ ক্রিকেটারের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি করে।
পুরুষ আইপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ দিল্লি, মুম্বাই, গুজরাট, ব্যাঙ্গালুরু ও লখনৌ মিলে শুরু হবে এই টুর্নামেন্ট। প্রথমবারের মতো হতে চলা উইমেন্স প্রিমিয়ার লিগে সব মিলিয়ে ম্যাচ হবে ২২টি। যা মুম্বাইয়ের ব্রাবোর্ন এবং ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এমএস