ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

মেসির হাতে বিশ্বকাপ তুলে দিতে চান মার্টিনেজ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১৩, ১৮ ডিসেম্বর ২০২২

মেসির হাতে বিশ্বকাপ তুলে দিতে চান মার্টিনেজ

মার্টিনেজ

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার গোলপোস্টের অতন্দ্রপ্রহরীর ভূমিকায় ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। আলবিসেলেস্তেদের ফাইনালে উঠার পেছনে তার বীরত্বও কোনো অংশে কম নয়। পারফর্মেন্সের ধারাবাহিকতা আজ ফাইনালের মঞ্চেও ধরে রাখতে চান এই তারকা গোলরক্ষক। আর দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে বিশ্বকাপের সোনালি ট্রফি উপহার দেওয়ার জন্য ফ্রান্সের বিপক্ষে পুরো দলই নিজেদের সেরাটা ঢেলে দিবে বলে প্রত্যয় ব্যক্ত করেন এমিলিয়ানো মার্টিনেজ।
মেসির প্রসঙ্গে মার্টিনেজ বলেন, ‘মেসিকে আমি খুব ভালোবাসি। শুধু আমি নয়, গোটা দলই মেসিকে ভালোবাসে। এটাই ওর শেষ বিশ্বকাপ। তাই আমরা সকলেই চাই, নিজেদের সেরাটা দিয়ে ওর হাতে বিশ্বকাপ তুলে দিতে। আমাদের ধারণা এর চেয়ে বড় বিদায় হয়তো আর কিছুই হতে পারে না। এই বয়সে এখনো মেসি যেভাবে খেলছে তা সত্যি প্রশংসনীয়।

অনেকেই ওর মতো খেলতে পারবে না। ওর থেকে আমরা অনেকই অনেক কিছু শিখেছি। তবে শুধু আমরা নয়, গোটা ফুটবল বিশ্ব ওর থেকে অনেক কিছুই শিখেছে। তাই আমরা যদি ওর হাতে বিশ্বকাপ তুলে দিতে পারি তা হলে সত্যি খুব খুশি হব।’
কাতার বিশ্বকাপে হট ফেভারিট আর্জেন্টিনা। তবে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ফ্রান্সকেও এগিয়ে রাখছেন ফুটবলবোদ্ধারা। আর এটাকেই ইতিবাচকভাবে বিবেচনা করছেন মার্টিনেজ। তিনি বলেন, ‘ব্রাজিলে যখন আমরা কোপা আমেরিকা জিতলাম তখন ব্রাজিলকেই ফেভারিট হিসেবে বিবেচনা করা হয়েছিল। আমরা সবসময়ই পছন্দ করি যেন, প্রতিপক্ষ দলকেই ফেভারিট হিসেবে ভাবা হয়। এবারও ঠিক একইরকম। মানুষ ফেভারিট হিসেবে ফ্রান্সকেই এগিয়ে রাখছে। তবে আমাদের দলে সর্বকালের সেরা খেলোয়াড় রয়েছে। আমি তাকে কোপা আমেরিকায় অসাধারণ পারফর্ম করতে দেখেছিলাম। এবারও সে অসাধারণ খেলছে।’
কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে দলকে ফাইনালে তুলতে পেরেও আবেগপ্লুত মার্টিনেজ। তিনি বলেন, ‘আমি যখন খুব ছোট ছিলাম তখন ইংল্যান্ডে যাওয়ার জন্য লড়াই করেছিলাম। ওরা আমাকে এতটা চিনত না। আজ সমস্ত আর্জেন্টাইনদের হৃদয়ে থাকাটা আমাকে সব চেয়ে গর্বিত করছে। আমার কাছে এটা অত্যন্ত গর্বের। দেশের হয়ে খেলতে পেরে ভীষণ গর্ববোধ হচ্ছে।’
২০২১ সাল থেকে আর্জেন্টিনার সিনিয়র দলের হয়ে খেলছেন এমিলিয়ানো মার্টিনেজ। ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের একটি ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল তার।

×