ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

প্রথমার্ধে মরক্কোর বিপক্ষে এগিয়ে ক্রোয়েশিয়া

প্রকাশিত: ২২:০১, ১৭ ডিসেম্বর ২০২২

প্রথমার্ধে মরক্কোর বিপক্ষে এগিয়ে ক্রোয়েশিয়া

 ক্রোয়েশিয়া বনাম  মরক্কো

বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি দুই দল। যার জন্য হয়তবা সব রাগ এই ম্যাচেই তুলতে নেমেছে ক্রোয়েশিয়া ও মরক্কো। ম্যাচের নয় মিনিটের মধ্যেই দুই দল একটি করে গোল করে উৎসবে মেতে উঠেছিল। 

কিন্তু ৪২তম মিনিটে আবারও গোলের দেখা পেয়ে গেছে ক্রোয়েটরা। ফলে মরক্কোর বিপক্ষে কাতার বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে লুকা মদ্রিচের দল।

শনিবার (১৭ ডিসেম্বর) আল রাইয়ানের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামে দুই দল। যেখানে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। সপ্তম মিনিটে মরক্কোর ডি-বক্সের সামনে ফ্রি কিক পায় লুকা মদ্রিচরা। সেই ফ্রি কিকের শট থেকে বল পেয়ে যান ইভান পেরিসিচ। তিনি হেড নিলে ডি-বক্সের ভিতরে আবার হেড নেন জোসকো। তাতে শুরুতেই গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে নেন জোসকা।

পিছিয়ে পড়া মরক্কো দুই মিনিট পরেই সমতায় ফেরে। ফ্রি কিক থেকে উড়ে আসা বল ক্রোয়েশিয়ার রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করার চেষ্টা করেন। কিন্তু বল তার মাথা ছুঁয়ে চলে আসে গোলপোস্টের সামনে। সেখানে আচরাফ দারি নিচু হয়ে হেড নিয়ে জালে পাঠান বল। তাতেই ১-১ গোলের ব্যবধানে সমতা ফেরে মরক্কো।

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×