ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

বিশ্বকাপ ফাইনাল ঘিরে ফ্রান্সে সতর্কতা 

প্রকাশিত: ২১:২৯, ১৬ ডিসেম্বর ২০২২

বিশ্বকাপ ফাইনাল ঘিরে ফ্রান্সে সতর্কতা 

ফ্রান্সে সতর্কতা। ছবি: সংগৃহীত।

আগামী ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডয়ামে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ আসরের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। আর সেই ম্যাচকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার শঙ্কা থাকায় দেশজুড়ে ১৪ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে দেশটির সরকার। 

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।   

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাজধানী প্যারিসে মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন। রোববার সকাল থেকে এই পুলিশ সদস্যদের দায়িত্ব শুরু হবে। 

গেরাল্ড ডারমানিন বলেন, মোতায়েন করা এ পুলিশ সদস্যদের মধ্যে ২ হাজার ৭৫০ জন রোববার ফাইনাল ম্যাচের দিন প্যারিসের সেই অ্যাভিনিউয়ের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়া রোববার চ্যাম্পস-এলিসিস অ্যাভিনিউয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হবে বলেও উল্লেখ করেন তিনি।

 

এমএম

×