ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিল-ক্রোয়েশিয়ার একাদশ

প্রকাশিত: ২০:৪৪, ৯ ডিসেম্বর ২০২২; আপডেট: ২০:৪৪, ৯ ডিসেম্বর ২০২২

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিল-ক্রোয়েশিয়ার একাদশ

ব্রাজিল-ক্রোয়েশিয়া

বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ (শুক্রবার) মুখোমুখি হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার। এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

এই ম্যাচে ফেবারিট থাকবে ব্রাজিল। কেননা ক্রোয়েশিয়া গত বিশ্বকাপের ফাইনাল খেলা দল হলেও মুখোমুখি লড়াইয়ে কখনই হারাতে পারেনি ব্রাজিলকে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা সব প্রতিযোগিতা মিলিয়ে এর আগে চারবার মোকাবেলা করেছে ক্রোয়েশিয়াকে। একবারও ক্রোয়াটরা হারাতে পারেনি সেলেসাওদের। তিনটি ম্যাচে জিতেছে ব্রাজিল, একটি হয়েছে ড্র।

আসনু এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে দুই দলের একাদশ...

ব্রাজিল একাদশ (৪-২-৩-১)
এলিসন বেকার (গোলরক্ষক), এদের মিলিতাও, মার্কুইনহস, থিয়াগো সিলভা, দানিলো, লুকাস পাকুয়েতা, কাসেমিরো, রাফিনহা, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন।

ক্রোয়েশিয়া একাদশ (৪-৩-৩)
লিভাকোভিচ (গোলরক্ষক), জুরানকভিচ, লভরেন, জিভারডিওল, সোসা, লুকা মদ্রিচ, ব্রোজোভিচ, কোভাসিচ, পেসেলিচ, ক্রামারিচ, পেরিসিচ।

 

এমএস

×