ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়ন শিপ

তিন স্বর্ণপদক জয় করে দেশে ফিরলেন প্রতিযোগিরা   

প্রকাশিত: ১৭:৪৮, ৯ ডিসেম্বর ২০২২; আপডেট: ১৯:৪৬, ৯ ডিসেম্বর ২০২২

তিন স্বর্ণপদক জয় করে দেশে ফিরলেন প্রতিযোগিরা   

স্বর্ণপদক জয়ী প্রতিযোগিরা  

প্রথমবারের মতো এশিয়ান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বাংলাদেশ। গত ২-৭ ডিসেম্বর দুবাইতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১০ সদস্যের পাওয়ারলিফটিং দলটি গত ৩০ নভেম্বর দুবাইয়ের উদ্দেশে যাত্রা করে। শুক্রবার দেশে ফিরেছেন তারা। 

সকালে হজরত শাহজালাল আন্তর্জঅতিক বিমানবন্দরে বাংলাদেশ পাওয়ারলিফটিং এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মোমিনুল হক জানান, এবারের প্রতিযোগিতায় এশিয়ার ২৯টি দেশের মোট ৪৭০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন ৯ জন খেলোয়াড়। প্রতিযোগিতার সাব জুনিয়র ক্যাটাগরিতে ওভারঅলে স্বর্ণপদক জিতেছেন রাইয়ান রহমান। একই প্রতিযোগি স্কোয়াট, বেঞ্চপ্রেস এবং ডেডলিফটেও স্বর্ণপদক জিতেছেন। 

সাফল্য পেয়েছেন নারীরাও। নারীদের ওপেন ৮৪ কেজি + ক্যাটাগরিতে ওভারঅলে রৌপ্যপদক জিতেছেন ফাতেমা নিশু। স্কোয়াট, বেঞ্চপ্রেস ও ডেডলিফটেও রৌপ্যপদক জিতেছেন তিনি। পুরুষ ১০৫ কেজি ওপেন বিভাগে ডেডলিফটে ব্রোঞ্জপদক জিতেছেন আদিত্য পারভেজ। সাব জুনিয়র ৬৬ কেজি বিভাগে ডেডলিফটে ব্রোঞ্জপদক জিতেছেন আরাফ্ফু ইসলাম সাদ।

প্রতিযোগিতায় সাফল্য প্রসঙ্গে বাংলাদেশ পাওয়ার লিফটিং এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান জনকণ্ঠকে বলেন, দেশে পাওয়ার লিফটিং একেবারেই নতুন। অনেকে খেলাটি সম্পর্কে জানেনও না। তবে আমরা যারা চর্চাটা করছি তারা আন্তরিকভাবেই করছি। এ কারণে প্রথমবারই যথেষ্ট ভালো ফল পাওয়া সম্ভব হয়েছে। 

এমএস

সম্পর্কিত বিষয়:

×