ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নতুন রূপে মাঠে নামবেন নেইমার

প্রকাশিত: ২১:৫১, ৫ ডিসেম্বর ২০২২

নতুন রূপে মাঠে নামবেন নেইমার

নেইমারের নতুন চুলের স্টাইল। ছবি: টুইটার

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলো রাউন্ডের ম্যাচে আজ খেলবেন নেইমার। তবে সম্পূর্ণ নতুন রূপেই দেখা যাবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

মাঠে নামার আগে প্লাটিংনাম রংয়ের আদলে চুলের স্টাইল করেছেন নেইমার। বরাবরের মতো এবারও নাপিতের কাজটা করেছেন তার বন্ধু নারিকো। 

নেইমারকে নতুন রূপ দেওয়ার পর নারিকো ইনস্টাগ্রামে লেখেন, ফেরার জন্য নতুন রূপে নেইমার। সবটুকু নিংড়ে দাও বন্ধু। ঈশ্বর তোমাকে ও আমাদের জাতীয় দলকে আশীর্বাদ করুক। 

নেইমার ছাড়াও ব্রাজিল দলে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রদ্রিগো, রাফিনিয়ারও চুল কেটে দেন নারিকো। এদিকে স্টেডিয়াম ৯৭৪-এ কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

 

এসআর

×