ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়ক লিটন

প্রকাশিত: ১৮:৩৬, ২ ডিসেম্বর ২০২২

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়ক লিটন

লিটন দাস

ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন ড্যাশিং উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।

শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিরিজের জন্য লিটন দাসকে  অধিনায়ক ঘোষণা করে বিসিবি। 

গত বুধবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে কুঁচকিতে টান লাগায় এই সিরিজে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক তামিম। 

ওয়ানডেতে বাংলাদেশের কোনো সহ-অধিনায়ক নেই দীর্ঘদিন ধরেই। সিরিজ শুরু হওয়ার আগে তাই নেতৃত্বের বড় সঙ্কটে পড়ে গিয়েছিল দল। সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনায় ছিলেন লিটন আর টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। শেষ পর্যন্ত লিটনই পেলেন দায়িত্ব। 

৪ ডিসেম্বর শেরে বাংলায় ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হবে লিটনের। তবে অধিনায়ক হিসেবে এবারই প্রথমবার নয়। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড আছে লিটনের। সেটা ২০২১ সালের ১ এপ্রিল অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে। সে ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন লিটন।

 

এমএম

×