ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

ওয়ানডে-টেস্ট খেলতে ঢাকায় কোহলি-রোহিতরা

প্রকাশিত: ২০:২৪, ১ ডিসেম্বর ২০২২

ওয়ানডে-টেস্ট খেলতে ঢাকায় কোহলি-রোহিতরা

বিমানবন্দরে কোহলি-রোহিতরা

দুই ম্যাচের টেস্ট ও তিন ওয়ানডে খেলতে ঢাকায় এলো বিরাট কোহলি-রোহিত শর্মারা। বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা।  

মুম্বাই থেকে সরাসরি ফ্লাইটে ঢাকায় এসেছেন রোহিত শর্মারা। এখান থেকে সরাসরি হোটেল সোনারগাঁতে যাবেন তারা। শুক্রবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুরের দিকে অনুশীলন করার কথাও রয়েছে তাদের।  

২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশে এসেছিল ভারত। তিন ওয়ানডে ও এক টেস্ট খেলেছিল মাহেন্দ্র সিং ধোনির দল। সফরের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে হারে তারা। টেস্ট ম্যাচটি হয়েছিল ড্র।

ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শার্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ ও কুলদীপ সেন।

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×