ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

বাংলাদেশের দেয়া  ১২৮ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান

প্রকাশিত: ১২:৩৩, ৬ নভেম্বর ২০২২

বাংলাদেশের দেয়া  ১২৮ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান

ব্যাট করছেন মোহাম্মদ রিজওয়ান

শুরুর মতো হলো না শেষটা। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত কিংবা সৌম্য সরকাররা যেভাবে শুরু করেছিলেন, কিংবা প্রথম ১০ ওভার যেভাবে খেলেছিলো বাংলাদেশ, শেষটা তেমন হলো না। বাংলাদেশের রান যেখানে কম করে ১৫০ হওয়ার কথা, সেখানে হলো কেবল ১২৭।

ডেথ ওভারে বাংলাদেশের ব্যাটিং আগের মতোই থেকে গেলো। বরাবরই ডেথ ওভারে ভালো বোলিং করে থাকে পাকিস্তানি বোলাররা। এবারও তাই করলো। চেপে ধরলো বাংলাদেশকে। যার ফলে কাঙ্ক্ষিত স্কোরটা হলো না। ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ থেমে গেলো ১২৭ রানে।

অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানকে মাত্র ১২৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয়েছে সাকিব আল হাসানের দল।

শেষ খবর পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৭ রান। ক্রিজে আছেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। 

এমএইচ

×