জয়ের পর ইংল্যান্ড
সিডনিতে আজ শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নাম লিখিয়েছে ইংল্যান্ড।
আজ শ্রীলঙ্কা জিতলে বাদ পড়তো ইংল্যান্ড, লঙ্কানদের হারে বাদ পড়লো অস্ট্রেলিয়া। এই গ্রুপে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড-তিন দলই সমান ৭ পয়েন্ট পেয়েছে। রানরেটে পিছিয়ে থাকায় কপাল পুড়েছে অস্ট্রেলিয়ার।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরু থেকেই লঙ্কান ব্যাটাররা ভালো খেলতে শুরু করে। প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৪ রান করতে পারলেও পরের ১০ ওভার ভালো করতে পারেনি তারা। ৪৫ বলে দলীয় সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার নিশানাকা। তার ওপর ভর করেই লঙ্কানদের দাঁড়ায় ৮ উইকেটে ১৪১ রান।
১৪২ রানে খেলতে নেমে ঝড়ো ব্যাটিং শুরু করে ইংল্যান্ড ব্যাটাররা। দলীয় ৭৫ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। এলেক্স হালস ৩০ বলে করেন দলীয় সর্বোচ্চ ৪৭ রান। তবে শেষ দিকে ইংল্যান্ডকে চেপে ধরলেও শেষ ওভারে দুই বল বাকি থাকতেই জয় তুলে নেয় তারা। ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ড করে ১৪৪ রান।
এমএইচ