ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রধানমন্ত্রীর কাছ থেকে সংবর্ধনা পাচ্ছেন সাবিনা-সানজিদারা

প্রকাশিত: ২১:৩০, ৩ নভেম্বর ২০২২

প্রধানমন্ত্রীর কাছ থেকে সংবর্ধনা পাচ্ছেন সাবিনা-সানজিদারা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাফে চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা

এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংবর্ধনা পেতে যাচ্ছে গোলাম রব্বানী ছোটনের দল। সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস লিখেছে।  

৯ নভেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাফে চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেওয়ার দিনক্ষণ ঠিক হয়েছে। এমন খবর জানিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এক ভিডিও বার্তায় বলেছেন, ‘প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হবে। ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের অবহিত করা হয়েছে। 

সবসময় নারী বা পুরুষ যে দলই সাফল্য পাক না কেন, প্রধানমন্ত্রী উৎসাহ দেন, পুরস্কৃত করেন।’

এমএস

×