দুর্দান্ত ব্যাটিং সাদাব খানের
দক্ষিণ আফ্রিকাকে ১৮৬ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। এর আগে বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সুপার টুয়েলভের ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে সংগ্রহ করেছে ১৮৫ রান।
মিডল অর্ডারে ইফতিখার আহমেদ ও সাদাব খান দলকে বড় সংগ্রহ এনে দেন। দুই জনে ব্যক্তিগতভাবে দলের খাতায় যোগ করেন অর্ধশতক রান।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৪১ রানে চারটি উইকেট তুলে নেন আনরিখ নরকিয়া।
দুই দলে আছে একটি করে পরিবর্তন। চোটগ্রস্ত ফখর জামানের বদলে দলে ঢুকেছেন মোহাম্মদ হারিস। আর দক্ষিণ আফ্রিকা দলে ডেভিড মিলারের বদলে ঢুকেছেন হাইনরিখ ক্লাসেন।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ট্রিস্তান স্টাবস, ওয়েইন পার্নেল, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, আনরিখ নরকিয়া, তাবরেজ শামসি
পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ
এসআর